দেশ

Neeraj Chopra | 'সোনার ছেলে'র ফের সোনা জয়! বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় নীরজের!

Neeraj Chopra | 'সোনার ছেলে'র ফের সোনা জয়! বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় নীরজের!
Key Highlights

অলিম্পিক্সের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন তরুণ ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। চূড়ান্ত পর্বের মেগা ফাইনালে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস গড়লেন তিনি।

বিশ্ব দরবারে ফের ভারতের (India) মুখ উজ্জ্বল করলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া (Neeraj Chopra)। অলিম্পিক্সের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship 2023) প্রথম ভারতীয় হিসেবে সোনা (Gold Win) জিতলেন এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটে সোনা যেতেন নীরজ। টোকিও অলিম্পিকে (Tokyo Olympic) চূড়ান্ত পর্বের মেগা ফাইনালে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন (Javlin) ছুঁড়ে ইতিহাস গড়লেন তিনি।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে দেশের সাফল্যের মুকুটে নয়া পালক আনলেন নীরজ। প্রথম থ্রো-তে ফাউল করেছিলেন। তবে দ্বিতীয় থ্রো-তেই ফাইনালের সেরা থ্রোটি ছিল নীরজের। ৮৮.১৭ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। যা আর কোনও জ্যাভলিন থ্রোয়ার অতিক্রম করতে পারেননি। ৮৭.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অর্থাৎ রুপো জেতেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আর্শাদ নাদিম( Arshad Nadeem)।

নীরজ সাধারণত প্রতিযোগিতার শুরুতেই বড় থ্রো করে প্রতিপক্ষদের চাপে ফেলার চেষ্টা করেন। ঠিক যেমনটা অলিম্পিক্সের সময় হয়েছিল। দ্বিতীয় থ্রোয়েই ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ। তাঁর পরিকল্পনাই যে শুরুতে বড় থ্রো করে প্রতিপক্ষদের চাপে ফেলা, সেটাই অকপটে জানিয়েওছিলেন ভারতীয় জ্যাভলার। উল্লেখ্য, যোগ্যতাঅর্জন পর্বে পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নদীমই নীরজের সবথেকে কাছাকাছি শেষ করেছিলেন। তিনি ৮৬.৭৯ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন প্রতিদ্বন্দ্বী। ভারতের অন্য দুই অ্যাথলিট জেনা ও মানু যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করেন। জেনার সর্বোচ্চ দূরত্ব ছিল ৮৪.৭৭, এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ এবং মানু ছোঁড়েন ৮৪.১৪ মিটার।

উল্লেখ্য. অভিনব বিন্দ্রার (Abhinav Bindra) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীরজ। প্রসঙ্গত, গত বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন 'সোনার ছেলে'। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জয়ের হাতছানি ছিল অলিম্পিক চ্যাম্পিয়নের সামনে। নীরজ বিশ্ব চ্যাম্পয়িনশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার থ্রো করে ফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন। এই থ্রোয়ই তাঁকে প্যারিস অলিম্পিকে ছাড়পত্রও এনে দিয়েছে। আসন্ন অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য ন্যূনতম ৮৫.৫ মিটার থ্রো করার প্রয়োজন ছিল। নীরজ সহজেই সেই মাত্রাও পার করেন।

নীরজের সাফল্যের পর তাঁকে  শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) টুইট করে লেখেন, প্রতিভাশালী নীরজ চোপড়া উৎকৃষ্টতারই চূড়ান্ত উদাহরণ। খেলার প্রতি তাঁর যে আত্মনিবেদন, নিখুঁত প্রচেষ্টা এবং অদম্য জেদ রয়েছে, সেটা তাঁকে শুধুমাত্র অ্যাথলেটিক্সেই চ্যাম্পিয়ন করেনি, বরং গোটা খেলার জগতে উৎকর্ষতার অদ্বিতীয় নজির গড়ে তুলেছে।

'প্রতিভাশালী নীরজ চোপড়া উৎকৃষ্টতারই চূড়ান্ত উদাহরণ। খেলার প্রতি তাঁর যে আত্মনিবেদন, নিখুঁত প্রচেষ্টা এবং অদম্য জেদ রয়েছে, সেটা তাঁকে শুধুমাত্র অ্যাথলেটিক্সেই চ্যাম্পিয়ন করেনি, বরং গোটা খেলার জগতে উৎকর্ষতার অদ্বিতীয় নজির গড়ে তুলেছে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করার জন্য অনেক শুভেচ্ছা রইল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee ) টুইট করে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়ে লেখেন, গোটা দেশ আজ তার জন্য গর্বিত। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ সোনার পদক জিততে পেরেছে। নীরজের ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয় নীরজ চোপড়াকে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়, নীরজ চোপড়া আরও একবার দেশকে গর্বিত করেছে। ভারতীয় সেনার পক্ষ থেকে ২০২৩ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টে ৮৮.১৭ মিটার থ্রো করে সোনার পদক সুবেদার নীরজ চোপড়াকে অভিনন্দন জানানো হচ্ছে।


Modi-Trump | আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, গতকাল রাতেই বন্ধুকে আগাম শুভেচ্ছা ট্রাম্পের!
Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
Kolkata Drug Ring | খাস কলকাতায় রমরমিয়ে চলছিল আন্তর্জাতিক মাদকচক্র! গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার ৩ মহিলা সহ ১০
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali