খেলাধুলা

Gukesh D | বিশ্বনাথনের ৩৬ বছরের রেকর্ড ভেঙে দেশে ১ম এবং বিশ্বে ৯ম স্থানে ১৭ বছরের দাবাড়ু গুকেশ!

Gukesh D |  বিশ্বনাথনের ৩৬ বছরের রেকর্ড ভেঙে দেশে ১ম এবং বিশ্বে ৯ম স্থানে ১৭ বছরের দাবাড়ু গুকেশ!
Key Highlights

নিজেরই মেন্টরের ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন তরুণ দাবাড়ু গুকেশ ডি। দেশের শীর্ষ দাবাড়ুর স্থান দখল করলেন তিনি। সঙ্গে ঢুকলেন বিশ্বের প্রথম দশ দাবাড়ুর তালিকাতেও।

ফের ভারতের (India) মুখ উজ্জ্বল করলো নতুন প্রজন্ম! ভিশির ৩৬ বছরের লাইভ রেটিং রেকর্ড ভেঙে দেশের শীর্ষ চেস খেলোয়াড়ের খেতাব জয় করলেন ১৭ বছরের দাবাড়ু গুকেশ ডি (Gukesh D)। সঙ্গে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে (Chess Player World Ranking) উঠে এলেন নবম স্থানেও।

আজ অর্থাৎ ৪ঠা অগাস্ট, শুক্রবার আয়োজিত দাবা বিশ্বকাপে (Chess World Cup) আজারবাইজানের (Azerbaijan) প্রতিদ্বন্দ্বী মিস্ত্রাদিন ইসকান্দ্রোভকে (Mistradin Iskandarov) হারালেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। দ্বিতীয় রাউন্ডে তাঁর আজারবাইজানের প্রতিদ্বন্দ্বীকে ৪৪ চালে পরাস্ত করেন তিনি। তবে শুধু এখানেই থেমে থাকেন নি ১৭ বছরের এই তরুণ দাবাড়ু। ফিডে (Federation Internationale des Echecs)-এর লাইভ বিশ্ব রেটিংয়ে গুকেশ তাঁরই 'অনুপ্রেরণা' বিশ্বনাথন আনন্দকে (Viswanathan Anand) পিছনে ফেলে তাঁর রেকর্ড ভেঙে দিলেন। বাকুতে (Baku) অনুষ্ঠিত ফিডে চেস বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করার পরই ভিশির রেকর্ড ভেঙে দেন ১৭ বছরের গুকেশ। মিসরাতদিন ইস্কানদারোকে হারিয়ে ২৭৫৫.৯ লাইভ ব়্যাঙ্কিং পয়েন্ট অর্জন করেন গুকেশ। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ২৭৫৪.০ যা করেছিলেন তরুণ দাবাড়ুর মেন্টর বিশ্বনাথন আনন্দের।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রথমবার বিশ্ব ব়্যাঙ্কিংয়ের প্রথম দশের মধ্যে আনন্দ জায়গা করে নিয়েছিলেন। ১৯৮৭ সালের জানুয়ারি মাস থেকে ভারতীয় দাবাড়ুদের মধ্যে শীর্ষ ব়্যাঙ্কিং-র স্থানও দখল করেছিলেন আনন্দ। তবে এবার সেই স্থানে বসলেন তরুণ দাবাড়ু। যদিও এর আগেও বিশ্বনাথন আনন্দকে টপকে এগিয়ে গিয়েছেন অন্য এক দাবাড়ু। ২০১৬ সালে পি হরিকৃষ্ণণ (P Harikrishnan) আনন্দকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু, খুব বেশিদিন ব়্যাঙ্কিংয়ে উপরের দিকে নিজের জায়গা ধরে রাখতে পারেননি। ফলে এতদিন শীর্ষে আনন্দই ছিলেন।

২০২৩ সালে গুকেশের রকেটের গতিতে উত্থান ঘটেছে। এ বছরই দাবা ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০০-র মধ্যে প্রবেশ করেন তিনি। এরপর জুলাই মাসে মেন্টর বিশ্বনাথন আনন্দকে হারিয়ে আলোড়ন তুলে দেন গুকেশ। সুপার ইউনাইটেড ব়্যাপিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টে (Super United Rapid and Blitz tournament) ভিশিকে হারিয়ে দেন ১৭ বছরের দাবাড়ু। পাশাপাশি, সেই মাসের শুরুতেই গুকেশ সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ২৭৫০ পয়েন্টের মার্ক ছুঁয়ে ফেলেন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen), যিনি ২০১১ সালের জুলাই মাস থেকে বিশ্বের এক নম্বর দাবাড়ু ছিলেন তাঁর রেকর্ডও অতিক্রম করেছেন গুকেশ।

প্রসঙ্গত, এর পরের রাউন্ডে গুকেশকে দেশেরই সতীর্থ এসএল নারায়ণনের (SL Narayanan) বিরুদ্ধে খেলতে হবে। আগামী ২৫শে অগস্ট পর্যন্ত চলবে ২০২৪ দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জনের মঞ্চ, ফিড বিশ্বকাপ। এটি । এই বিশ্বকাপে মোট ১৭ জন ভারতীয় দাবাড়ু অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবারই বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড় এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। জয়লাভ করেছেন পুরুষ বিভাগে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ (Grandmaster R Pragyanand) এবং নিহাল সারিন (Nihal Sarin)। অন্যদিকে, মহিলাদের মধ্য ডি হরিকা (D Harika) এবং আর বৈশালি (R Vaishali) পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন।


Bangladesh | 'ভারতে বসে উস্কানি দিচ্ছে হাসিনা?'- বাংলাদেশের দাবি ফুৎকারে ওড়ালো নয়াদিল্লি
Ind vs SA T20I | ১১৭ রানেই গুটিয়ে গেলো প্রোটিয়া বাহিনী! ধরমশালায় দাপুটে বোলিং হর্ষিত-অর্শদীপের
Bidhannagar PS | রবিবার আদালতে তোলা হবে ধৃত শতদ্রুকে, যুবভারতী কাণ্ডে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের
Messi in YuvaBharati | মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়াম 'লুট' সমর্থকদের, কেউ নিলেন কার্পেট, কেউ বা তুললেন আস্ত চেয়ার!
Darjeeling | গ্লেনারিজ-এর পর এবার বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের রক গার্ডেন, মনখারাপ পর্যটকদের
Breaking News | সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ায় না, খসড়া তালিকা প্রকাশের আগে সরব নির্বাচন কমিশন
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo