Jammu-Kashmir | এলাকায় ঘুরছে সন্দেহভাজন, জম্মু কাশ্মীরে জারি হাই অ্যালার্ট, কাঠুয়ায় খানা তল্লাশি সেনার
Saturday, January 24 2026, 5:02 pm

Key Highlightsগ্রামের বাসিন্দাদের কাছে এই তথ্য পাওয়ার পুরো এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা এবং পুলিশ।
গোয়েন্দা সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জম্মু কাশ্মীরে ফের নাশকতার পরিকল্পনা করেছে জঙ্গিরা। গ্রামের বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, কাঠুয়া এলাকায় ঘুরছে সন্দেহভাজন ব্যক্তি। জৈশ ই মহম্মদের সদস্যরা জম্মু কাশ্মীরে লুকিয়ে আছে খবর পাওয়ার পরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবারই কাঠুয়া জেলার বিলাওয়ারের পারহেটার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক জৈশ ই মহম্মদ সদস্য।
- Related topics -
- দেশ
- জম্মু কাশ্মীর সরকার
- জম্মু-কাশ্মীর
- জম্মু এয়ারফোর্স স্টেশন
- কাশ্মীর
- কাশ্মীর পুলিশ
- জঙ্গি
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা
- জঙ্গিগোষ্ঠী
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী


