Will Pucovski | মাত্র একটা টেস্ট খেলেই অবসর! ২৭ বছর বয়সে কেরিয়ার শেষ উইল পুকোভস্কির!
Tuesday, April 8 2025, 8:03 am

মাত্র একটা টেস্ট খেলেই, ২৭ বছর বয়সে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার উইল পুকোভস্কি!
মাত্র একটা টেস্ট খেলেই, ২৭ বছর বয়সে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার উইল পুকোভস্কি! কার্যত এরকম ঘটনা সচারচর দেখা যায় না। ভারতের বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির ২০২০:২১ মরশুমে অভিষেক হয়েছিল পুকোভস্কির। কিন্তু একাধিক চোটের কারণেই মাত্র ২৭ বছর বয়সে কেরিয়ার শেষ হল তাঁর। দুই ইনিংসে করেন ৬২ এবং ১০। কেরিয়ারে ওই একটাই টেস্ট খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৩৬ ম্যাচ। তবে ব্যাট হাতে মাঠে না নামলেও মেলবোর্ন ক্রিকেট ক্লাবে কোচিং করাবেন বলে জানিয়েছেন পুকোভস্কি।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- অস্ট্রেলিয়া
- অবসর