রাজনৈতিক

জ্বলছে অসন্তোষের আগুন! যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিল এক মন্ত্রী

জ্বলছে অসন্তোষের আগুন! যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিল এক মন্ত্রী
Key Highlights

দিল্লির বিজেপি নেতৃত্ব জিতিন ও খটিকের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। জানা যাচ্ছে, অমিত শাহ ও বিজেপি সভাপতি নড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে চান জিতিন।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসা আদিত্যনাথের সরকারে অসন্তোষের চোরা আগুন। ইস্তফা এক মন্ত্রীর। অপর এক মন্ত্রী রাজ্য সরকারের কাজে বিরক্ত। দিল্লির নেতৃত্বের কাছে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছেন।

সূত্রের খবর, যোগী মন্ত্রিসভার অন্যতম সদস্য দীনেশ খটিক ইস্তফা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। অন্য দিকে, মন্ত্রী জিতিন প্রসাদ মুখ্যমন্ত্রী আদিত্যনাথের উপর অসন্তোষ প্রকাশ করে দিল্লির নেতৃত্বের সঙ্গে কথা বলছেন।

উত্তরপ্রদেশের জলসম্পদ মন্ত্রী খটিক তাঁর ইস্তফাপত্রে লিখেছেন, ‘আমাকে কোনও গুরুত্বই দেওয়া হয় না, কারণ, আমি দলিত। মন্ত্রী হিসেবে আমাকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। আমি দলিত, তাই আমাকে কোনও বৈঠকেও ডাকা হয় না। এটা দলিত সম্প্রদায়ের কাছে অপমানজনক।’ সূত্রের খবর, দিল্লির নেতৃত্ব খটিকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

অন্য দিকে, উত্তরপ্রদেশে ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ব্রাহ্মণ নেতা তথা যোগী মন্ত্রিসভার পূর্ত মন্ত্রী জিতিন প্রসাদের ক্ষোভ সরাসরি মুখ্যমন্ত্রীর উপর। তাঁর দাবি, তাঁকে না জানিয়ে তাঁর দফতরের এক আধিকারিককে নিলম্বিত করেছেন আদিত্যনাথ।


Nandini Chakraborty | রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী! নতুন দায়িত্বে বিদায়ী মনোজ পন্থ
Rice Producer | বছর শেষে সাফল্য! চাল উৎপাদনে চিনের একাধিপত্য ভেঙে বিশ্ব সেরা হল ভারত!
Kolkata Metro | বর্ষবরণের রাতে অতিরিক্ত মেট্রো চলবে মহানগরীতে! জানুন সময়সূচি
Humayun Kabir | ছাড়া পেয়েও স্বস্তি নেই হুমায়ূনের ছেলের, জামিন অযোগ্য ধারায় দায়ের মামলা হুমায়ুন ও রবীনের বিরুদ্ধে
Bangladesh | নির্বাচনের আগেই জল্পনা পদ্মাপাড়ে, জামাত ইসলামির সঙ্গে জোট বাঁধছে এনসিপি!
S Jaishankar | রাশিয়ায় দাঁড়িয়েই ট্রাম্পকে তোপ! 'তার যুক্তিকে আমরা অত্যন্ত হতবাক' বলেন জয়শংকর!
Dublin | বিদেশে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয়! মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে প্যান্ট খুলে নেয় হামলাকারীরা!