X Hiring Beta | 'লিঙ্কডিন'কেও পেছনে ফেলবে 'এক্স'? চাকরির সন্ধান দিতে নয়া ফিচার আনছেন ইলন মাস্ক!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

'এক্স' হ্যান্ডেলে এবার বিনোদন, খবরের সঙ্গে মিলবে চাকরির খোঁজ। নয়া ফিচার আনছেন ইলন মাস্ক।


টুইটার (Twitter) ক্রয় করার পর একের পর এক চমক আনছেন ইলন মাস্ক (Elon Musk)। প্রাক্তন 'টুইটার' এবং বর্তমান 'এক্স'-এ একের পর এক বদল এনে বিশ্বের সেরা এবং অতি ব্যবহৃত সোশ্যাল মাধ্যমগুলিকে টেক্কা দিচ্ছেন ইলন মাস্ক। তবে এবার নয়া ফিচারে পুরো বদলাতে চলেছে এক্স হ্যান্ডেল। মাইক্রোসফট (Microsoft) মালিকাধীন প্ল্যাটফর্ম লিঙ্কডিনকে (LinkedIn) টক্কর দিতে চলেছে ইলন মাস্কের 'এক্স'। বিনোদন, খবরের সঙ্গে এবার প্রাক্তন টুইটারে মিলবে কাজের সন্ধানও (X Hiring Beta)।

মালিকাধীন প্ল্যাটফর্ম লিঙ্কডিনকে টক্কর দিতে চলেছে ইলন মাস্কের 'এক্স'
মালিকাধীন প্ল্যাটফর্ম লিঙ্কডিনকে টক্কর দিতে চলেছে ইলন মাস্কের 'এক্স'

টুইটার ক্রয়ের পরে বহু ফিচার বদলেছেন ইলন। এমনকি টুইটারের নীল পাখিকে উড়িয়ে কালো 'এক্স' (X) রাখা হয়েছে এই প্রথম সারির সোশ্যাল মাধ্যমের লোগো। নামও বদলে রাখা হয়েছে 'এক্স'। এর আগের বদলগুলিতে অনেক ব্যবহারকারীই ক্ষুব্ধ হয়েছেন। তবে এবারের বদলে ইউজাররা উপকৃত হবেন বলেই আশা। কারণ এখন থেকে কাজের সন্ধানও দেবে 'এক্স'।

Trending Updates
টুইটার ক্রয়ের পরে বহু ফিচার বদলেছেন ইলন
টুইটার ক্রয়ের পরে বহু ফিচার বদলেছেন ইলন

'এক্স'র হায়ারিং ফিচার কী? । What is the Hiring Feature of 'X'?

এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের (Micro Blogging Platform) নতুন জব হান্টিং প্ল্যাটফর্মের নাম ‘হারারিং’। ইলন মাস্কের কোম্পানি জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে কোম্পানিগুলি এই সোশ্যাল মাধ্যমের দ্বারা চাকরিপ্রার্থী নিয়োগ করতে পারবে। ইতিমধ্যে ভেরিফায়েড কোম্পানিগুলির জন্য একটি বিটা ভার্সন লঞ্চ করেছে এক্স। একাধিক বড় বড় কোম্পানি এবার থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিপ্রার্থী নিয়োগ করতে পারবে।

চাকরির জন্য নয়া ফিচার অনলাইন ইলন 
চাকরির জন্য নয়া ফিচার অনলাইন ইলন 

কোম্পানিগুলি এই সোশ্যাল মাধ্যমে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলিকে তালিকাভুক্ত করতে পারবে এবং লক্ষ লক্ষ প্রার্থীদের কাছে পৌঁছতে পারবে। তবে এর জন্য মাসিক ভালো পরিমাণ টাকা ব্যয় করতে হবে কোম্পানিগুলিকে।

এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের নতুন জব হান্টিং প্ল্যাটফর্মের নাম ‘হারারিং'
এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের নতুন জব হান্টিং প্ল্যাটফর্মের নাম ‘হারারিং'

'এক্স' হ্যান্ডেলে কোম্পানিগুলিকে চাকরি পোস্ট করার জন্য কত টাকা দিতে হবে? । How much do Companies Pay to Post Jobs on the 'X'?

এক্ষেত্রে জানা গিয়েছে, এক্স হ্যান্ডেলে চাকরি পোস্ট করার জন্য কোম্পানিগুলিকে প্রতি মাসে একটি নির্দিষ্টি চার্জ দিতে হবে ইলন মাস্কের কোম্পানিকে। ভেরিফায়েড প্রতিষ্ঠানগুলিকে চাকরি পোস্ট করার জন্য ভারতীয় মুদ্রায় প্রতি মাসে ৮২,৫৫০ টাকা দিতে হবে। এই টাকা দিলে তবেই তারা 'হায়ারিং' প্ল্যাটফর্মে চাকরির তথ্য শেয়ার করতে পারবে। জব হায়ারিং ফিচারের পাশাপাশি 'জব সার্চ ফিচার' (Job Search Feature) আনারও প্রস্তুতি শুরু করেছেন ইলন মাস্ক।

এক্স হ্যান্ডেলে চাকরি পোস্ট করার জন্য কোম্পানিগুলিকে প্রতি মাসে একটি নির্দিষ্টি চার্জ দিতে হবে
এক্স হ্যান্ডেলে চাকরি পোস্ট করার জন্য কোম্পানিগুলিকে প্রতি মাসে একটি নির্দিষ্টি চার্জ দিতে হবে

এই নয়া ফিচার প্রসঙ্গে ইলন মাস্ক জানান, লিঙ্কডিনের (LinkedIn) থেকেও সেরা হবে এই ফিচার। উল্লেখ্য, বর্তমানে অনলাইন জব হায়ারিংয়ের মধ্যে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো লিঙ্কডিন। ২০০৩ সালে শুরু হয় এই প্ল্যাফর্মের যাত্রা। তারপর ২০১৬ সালে কোম্পানির প্রতিষ্ঠাতা ও সহ প্রতিষ্ঠাতা রেইড হফম্যান (Reid Hoffman) এবং অ্যালেন ব্লু-এর (Allen Blue) কাছ থেকে কিনে নেয় মাইক্রোসফট। ইন্টার্নশিপ হোক কিংবা চাকরির খোঁজ, সকলেই লিঙ্কডিনের ওপরেই ভরসা করে থাকেন। তবে যেভাবে 'এক্স' নতুন নতুন ফিচার এনে চমক দিচ্ছে তাতে এর নয়া ফিচার 'হায়ারিং' লিঙ্কডিনকেও পিছনে ফেলে দিতে পারে বলে মত অনেকের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File