WTC Final | ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনই পেসারদের দাপট! ১৪৫ বছরে তৈরী হলো নয়া রেকর্ড!
Thursday, June 12 2025, 6:35 am
Key Highlightsওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনই দাপট পেসারদের। তৈরী হলো রেকর্ডও
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনই দাপট পেসারদের। তৈরী হলো রেকর্ডও। ইংল্যান্ডের মাটিতে ১৪৫ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম দুই দলের ওপেনারই ফিরলেন খালি হাতে। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনে নেমে উসমান খোয়াজা ২০ বল খেললেও কোনও রান করতে পারেননি। কাগিসো রাবাডার একটি ডেলিভারিতে ডেভিড বেডিংহ্যামের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন তিনি। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ইনিংসেও ওপেনে নেমে এইডেন মারক্রাম ৬ বলে শুন্য রান করে ফেরেন।

