সাহিত্য

Samaresh Majumdar Death | প্রয়াত ' অর্জুন ' স্রষ্টা সমরেশ মজুমদার!

Samaresh Majumdar Death | প্রয়াত ' অর্জুন '  স্রষ্টা সমরেশ মজুমদার!
Key Highlights

দীর্ঘদিন রোগভোগের পর প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার। শোকাহত বাংলা সাহিত্য জগত।

প্রয়াত কিংবদন্তি সমরেশ মজুমদার  (Samaresh Majumdar)। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা - সহ একাধিক কালজয়ী উপন্যাস লিখে বাংলা সাহিত্যে ছাপ ফেলেছেন সমরেশ মজুমদার। লেখকের প্রয়াণে শোকাহত গোটা বঙ্গ।

দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন লেখক। সূত্রের খবর, সোমবার বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার। প্রয়ানকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

হাসপাতাল সূত্রে খবর, গত ২৫এ এপ্রিল মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তি লেখককে। এর আগের থেকেই সিওপিডি - র সমস্যায় আক্রান্ত ছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার জয়ী সাহিত্যিক। এছাড়াও বেশ কিছু দিন আগে থেকেই বাড়তে থাকে তার শাসযন্ত্রের ও শ্বাসকষ্ট - এর সমস্যা।

১৯৪২ সালে উত্তরবঙ্গের গোয়েরকাটায়। সাহিত্যের শৈশব কেটেছে জলপাইগুড়িতে। প্রাথমিক শিক্ষা লাভ করেন জলপাইগুড়ি জেলা স্কুলে। এরপর ষাটের দশকে কলকাতা আসেন সমরেশ মজুমদার। কলকাতা এসে ভর্তি হন স্কটিশ চার্চ কলেজের (Scottish Church College) বাংলা বিভাগের স্নাতক স্তরে। এরপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) থেকে।

১৯৭৫ সালে ' দেশ ' পত্রিকায় লেখকের প্রথম লেখা ' দৌড় ' প্রকাশ হয়। ১৯৮২ সালে আনন্দ পুরষ্কার ও ১৯৮৪ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন সমরেশ মজুমদার। এরপর ২০০৯ সালে ' কলকাতায় নবকুমার ' এর জন্য পুরস্কৃত হন বঙ্কিম পুরষ্কারে। 

'গর্ভধারিনী', 'সাতকাহন', 'তেরো পার্বণ', 'স্বপ্নের বাজার', 'ভিক্ট্রোরিয়ার বাগান', 'আট কুঠুরি নয় দরজা', 'অগ্নিরথ' ইত্যাদি সমরেশ মজুমদারের অন্যতম উপন্যাস। এছাড়াও বাংলা সাহিত্যে তার প্রধান পরিচয় কিশোর গোয়েন্দা চরিত্র 'অর্জুন' এর সৃষ্টিকর্তা হিসেবে। অর্জুন চরিত্র কিশোরদের মধ্যে বহুল প্রচলিত ও প্রিয়। রুপোলি পর্দাতেও দেখা যেত অর্জুনকে। এছাড়াও 'কালবেলা' ও 'বুনো হাস' অবলম্বনে তৈরি হয় জনপ্রিয় বাংলা চলচ্চিত্র। সাহিত্যকের প্রয়াণে শোকের ছায়া ছেয়ে রয়েছে বাংলা সাহিত্য জগতে।


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
‘বিদ্রোহী কবি’ ~ কাজী নজরুল ইসলাম | Biography of Kazi Nazrul Islam