সাহিত্য

Samaresh Majumdar Death | প্রয়াত ' অর্জুন ' স্রষ্টা সমরেশ মজুমদার!

Samaresh Majumdar Death | প্রয়াত ' অর্জুন '  স্রষ্টা সমরেশ মজুমদার!
Key Highlights

দীর্ঘদিন রোগভোগের পর প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার। শোকাহত বাংলা সাহিত্য জগত।

প্রয়াত কিংবদন্তি সমরেশ মজুমদার  (Samaresh Majumdar)। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা - সহ একাধিক কালজয়ী উপন্যাস লিখে বাংলা সাহিত্যে ছাপ ফেলেছেন সমরেশ মজুমদার। লেখকের প্রয়াণে শোকাহত গোটা বঙ্গ।

দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন লেখক। সূত্রের খবর, সোমবার বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার। প্রয়ানকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

হাসপাতাল সূত্রে খবর, গত ২৫এ এপ্রিল মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তি লেখককে। এর আগের থেকেই সিওপিডি - র সমস্যায় আক্রান্ত ছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার জয়ী সাহিত্যিক। এছাড়াও বেশ কিছু দিন আগে থেকেই বাড়তে থাকে তার শাসযন্ত্রের ও শ্বাসকষ্ট - এর সমস্যা।

১৯৪২ সালে উত্তরবঙ্গের গোয়েরকাটায়। সাহিত্যের শৈশব কেটেছে জলপাইগুড়িতে। প্রাথমিক শিক্ষা লাভ করেন জলপাইগুড়ি জেলা স্কুলে। এরপর ষাটের দশকে কলকাতা আসেন সমরেশ মজুমদার। কলকাতা এসে ভর্তি হন স্কটিশ চার্চ কলেজের (Scottish Church College) বাংলা বিভাগের স্নাতক স্তরে। এরপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) থেকে।

১৯৭৫ সালে ' দেশ ' পত্রিকায় লেখকের প্রথম লেখা ' দৌড় ' প্রকাশ হয়। ১৯৮২ সালে আনন্দ পুরষ্কার ও ১৯৮৪ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন সমরেশ মজুমদার। এরপর ২০০৯ সালে ' কলকাতায় নবকুমার ' এর জন্য পুরস্কৃত হন বঙ্কিম পুরষ্কারে। 

'গর্ভধারিনী', 'সাতকাহন', 'তেরো পার্বণ', 'স্বপ্নের বাজার', 'ভিক্ট্রোরিয়ার বাগান', 'আট কুঠুরি নয় দরজা', 'অগ্নিরথ' ইত্যাদি সমরেশ মজুমদারের অন্যতম উপন্যাস। এছাড়াও বাংলা সাহিত্যে তার প্রধান পরিচয় কিশোর গোয়েন্দা চরিত্র 'অর্জুন' এর সৃষ্টিকর্তা হিসেবে। অর্জুন চরিত্র কিশোরদের মধ্যে বহুল প্রচলিত ও প্রিয়। রুপোলি পর্দাতেও দেখা যেত অর্জুনকে। এছাড়াও 'কালবেলা' ও 'বুনো হাস' অবলম্বনে তৈরি হয় জনপ্রিয় বাংলা চলচ্চিত্র। সাহিত্যকের প্রয়াণে শোকের ছায়া ছেয়ে রয়েছে বাংলা সাহিত্য জগতে।


Dilip Ghosh | শুক্রবার বিয়ের 'পিঁড়ি'তে বসছেন দিলীপ ঘোষ! ষাটোর্ধ্ব ‘যুবকে’র পাত্রী কে জানেন?
SSC-Supreme Court | আপাতত স্কুলে পড়াতে পারবেন 'যোগ্য' শিক্ষকরা! চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট!
Cleiton Silva | কোচ ব্রুজোর সঙ্গে ঝামেলার জের! ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করলো ইস্টবেঙ্গল!
ISSF World Cup | ISSF ওয়ার্ল্ড কাপের প্রথম দিনেই তিনটি পদক জিতলো ভারত! পদক জিতলেন সুরুচি-মনু ও সৌরভ!
BR Gavai | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই! দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি পাবে ভারত!
Mamata on Waqf Violence | মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা!
Lakshmibai College Principal | গোবরের পাল্টা গোবর! এবার অধ্যক্ষের ঘরের দেওয়ালে গোবর লেপে দিলেন পড়ুয়ারা!