Indian Bridge Team | প্রথমবারের জন্য প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রিত ব্রিজ দল
Thursday, November 21 2024, 2:21 pm
Key Highlightsসম্প্রতি ভারতের মুখ উজ্জ্বল করে ব্রিজ বিশ্বকাপ ফাইনালে রুপো জিতেছে ভারতের সিনিয়র পুরুষ বিল:
সম্প্রতি ভারতের মুখ উজ্জ্বল করে ব্রিজ বিশ্বকাপ ফাইনালে রুপো জিতেছে ভারতের সিনিয়র পুরুষ দল। এই দলে ছিলেন অরুণ বাপাট, প্রণব কুমার বর্ধন, বাদল চন্দ্র দাস, রবি গোয়েঙ্কা, কমল কৃষ্ণ মুখোপাধ্যায়, বিভাস টোডি ও গিরিশ বিজোর। এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখার জন্য তাদের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অর্থাৎ ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে দেখা যাবে তাঁদের। এই প্রথমবার কোনও ব্রিজ দলকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো।
- Related topics -
- খেলাধুলা
- রাজ্য
- দেশ
- প্রজাতন্ত্র দিবস
- দ্রৌপদী মুর্মু

