২ কোভিড স্ট্রেন Covid Variants Alpha এবং Beta-র আক্রমনে প্রয়াত ৯০ বছরের প্রবীণা
Sunday, July 11 2021, 11:32 am
Key Highlights বেলজিয়ামের ৯০ বছর বয়সী এক মহিলার শরীরে একইসঙ্গে পাওয়া গিয়েছে করোনার দুটি ভ্যারিয়্যান্ট আলফা এবং বিটা প্রজাতি। এই দুই প্রজাতির সংযুক্ত সংক্রমণের ফলে ওই বৃদ্ধার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটে এবং রবিবার অবশেষে তাঁর মৃত্যু হয়। জানা যাচ্ছে এই ঘটনাটির সূত্রপাত মার্চ মাসের। বেলজিয়ান শহরের এই প্রবীণা প্রথমে বাড়িতেই প্রাথমিকভাবে চিকিৎসা করাচ্ছিলেন। পরবর্তীকালে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় OLV হাসপাতালে। সেখানেই পরীক্ষা করা হয় এবং জানা যায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ। এরপরে করোনার কোন স্ট্রেন উপস্থিত রয়েছে তা জানতে পরীক্ষা করা হলে দেখা যায় তাঁর শরীরে করোনার দুই স্ট্রেনই উপস্থিত রয়েছে।