ভারত

Cardless Transaction and Rupay Card | কার্ড ছাড়াই তুলতে পারবেন টাকা! রুপে কার্ড নিয়ে বড় ঘোষণা আরবিআই-র!

Cardless Transaction and Rupay Card | কার্ড ছাড়াই তুলতে পারবেন টাকা! রুপে কার্ড নিয়ে বড় ঘোষণা আরবিআই-র!
Key Highlights

ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা, কেবল লাগবে মোবাইল ফোন। এবার থেকে বিদেশেও ব্যবহার করা যাবে রুপে কার্ড, ঘোষণা করলো আরবিআই।

বর্তমানে প্রযুক্তির যুগে এখন অনলাইনেই সব টাকা লেনদেন হয়। লজেন্স  কেনা থেকে শুরু করে শপিং মল (Shopping Mall) বা বড় দামি কিছু জিনিস কিনলেও অধিকাংশ মানুষই এখন ব্যবহার করেন অনলাইন পদ্ধতির। গুগুল পে (Google Pay), পেটিএম (Paytm) এর মতো নানা রকমের পেমেন্ট আপ্লিকেশন (Payment Application) সহজ করে তুলেছে আমাদের দৈনন্দিন জীবন। যার জন্য অনেকেই পকেটে আর রাখেন না ক্যাশ টাকা (Cash Money)। তবে এখনও বহু জায়গায় নগদ টাকাই চলে, অনলাইনের সুবিধা এখনও সেখানে নেই। ফলে এইসব ক্ষেত্রের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য সব সময়ই সঙ্গে রাখতে হয় এটিএম কার্ড (ATM Card)। কিন্তু এবার পকেটে ডেবিট (Debit Card) বা ক্রেডিট কার্ড (Credit Card) না থাকলেও তুলতে পারবেন টাকা।

যদি আপনার নগদ টাকার দরকার হয় এবং আপনার কাছে এটিএম কার্ড না থাকে, তাহলে চিন্তার কোনও কারণ নেই। কেবল মোবাইল ফোন থাকলেই ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন টাকা। বিনা কার্ডেই ইউপিআই-র (UPI) মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার পরিষেবা এনেছে ব্যাঙ্ক অব বরোদা (Bank Of Baroda)।  এই পরিষেবার নাম ইন্টেরোপেরাবেল কার্ডলেস উইথড্রল (Interoperable Cardless Cash Withdrawal)।

কীভাবে কার্ড ছাড়া টাকা তুলবেন? How To Withdraw Money Without Card?

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদাই সর্বপ্রথম এই কার্ডলেস ক্যাশ উইথড্রলের সুবিধা চালু করলো। এই পরিষেবায় গ্রাহকরা। এটিএম থেকে নগদ তোলার জন্য তারা ইউপিআই কোড ব্যবহার করতে পারবেন। এটিএমে কিউআর কোড (QR Code) স্ক্যান করেই টাকা তোলা যাবে। কেবল মাত্র ব্যাঙ্ক অব বরোদাই নয়, ভীম ইউপিআই (BHIM UPI) ব্যবহার করা সমস্ত গ্রাহকরাই এই পরিষেবার সুবিধা পাবেন।

এই পদ্ধতিতে টাকা তোলার জন্য প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার এটিএম-এ যেতে হবে। এরপরে প্রথমেই ইউপিআই ক্যাশ উইথড্রল (UPI Cash Withdrawal) অপশনটি বেছে নিতে হবে। এরপর কত টাকা তুলতে চান, সেই সংখ্যা দিলে এটিএম স্ক্রিনে (ATM Screen) ভেসে উঠবে কিউআর কোড (QR Code)। এরপর সেই কোড আপনার মোবাইল দিয়ে স্ক্যান করলেই আপনার দেওয়া অর্থের পরিমাণ বেরিয়ে আসবে এটিএম মেশিন (ATM Machine) থেকে।

অন্যদিকে, রুপে কার্ড (RuPay Card) নিয়ে বড় ঘোষণা করল আরবিআই (RBI)। এখন থেকে এই কার্ড ব্যবহার  করা যাবে বিদেশেও! যার ফলে বিদেশে গিয়ে নগদ টাকাপয়সার ঝক্কি কমবে অনেক। রুপে কার্ড দিয়েই দেশে ও বিদেশে উভয়ই খরচ করতে পারবেন গ্রাহকরা।

আরবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আরবিআই প্রধান শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। পাশপাশি রূপে কার্ড নিয়ে এমপিসি-র (MPC) বৈঠকে ঘোষণা করা হয়, ব্যাঙ্কগুলি এখন থেকে রুপে প্রি-পেইড ফরেক্স কার্ড (Prepaid Forex Cards) ইস্যু করতে পারবে। এই নিয়ে অনুমতি দিলো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ রূপে কার্ডকে বিশ্ব বাজারেও অর্থনৈতিক আদান-প্রদানে সহায়তা করবে। কারণ, এই প্রি-পেইড রূপে কার্ডের মাধ্যমে সহজেই বিদেশে অর্থপ্রদান করা যাবে। এছাড়াও বিদেশে রূপে ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড (Prepaid Cards) ব্যবহারেরও অনুমতি দিলো আরবিআই।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, রূপে কার্ড সারা বিশ্বে স্বীকৃতি পাবে। প্রি-পেইড ফরেক্স কার্ড ইস্যু হলে উপকৃত হবেন অসংখ্য মানুষ। বিশেষত ব্যবসায়ী, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী এবং যারা প্রায়শই বিদেশ ভ্রমণ করে তারা বেশি উপকৃত হবেন। উল্লেখ্য, ফরেক্স রুপে কার্ড হল, প্রিপেড কার্ড। এটি ইন্ডিয়ান মাল্টিন্যাশানাল ফিনান্সিয়াল সার্ভিস পেমেন্ট নেটওয়ার্ক (Indian Multinational Financial Services Payment Network) অর্থাৎ ভারতীয় বহুজাতিক আর্থিক পরিষেবা প্রদানের একটি নেটওয়ার্ক। ২০১২ সালে আরবিআই দেশে রিটেল পেমেন্টের (Retail Payments) চল আরও বাড়াতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ফরেক্স রুপে কার্ড (National Payment Corporation of India Forex Rupe Card ) চালু করে। এছাড়াও এই লক্ষ্য ছিল ক্যাশলেস ইকোনমি (Cashless Economy) গড়ে তোলাও।

 সম্প্রতি রিজার্ড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রকাশিত বার্ষিক রিপোর্ট অনুসারে, পেমেন্ট ভিশন ডকুমেন্ট ২০২৫ (Payment Vision Document 2025) ইতিমধ্যেই ইউপিআই এবং রূপে কার্ডকে বৈশ্বিক স্তরে নিয়ে যাওয়ার সম্পূর্ণ পরিকল্পনা করেছে। যার জন্য ভুটান (Bhutan), সিঙ্গাপুর (Singapore), নেপাল (Nepal) এবং সংযুক্ত আরব আমিরশাহীর (United Arab Emirates) সঙ্গে কো-ব্র্যান্ডিং (Co-Branding) ছাড়াই এই কার্ডগুলি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য দেশেও কার্ডগুলি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে আরবিআই।


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Jorasanko Murder | কলকাতায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে খুন! MG রোডের ফুটপাথ থেকে উদ্ধার দেহ
Ragging | র‌্যাগিংয়ের জেরে মৃত্যু প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার! টানা ৩ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla