Whatsapp Spam Call | হোয়াটসঅ্যাপে আর আসবেনা অচেনা নম্বর থেকে ফোন! নয়া ফিচার আনলো মেটা!
হোয়াটসঅ্যাপের নয়া 'হোয়াটসঅ্যাপ সাইলেন্স আননোন কলার্স' ফিচার দ্বারা আর আসবেনা অজানা নম্বর থেকে ফোন। কল এলেও নোটিফিকেশন থেকে জানতে পারবেন ব্যবহারকারী।
বর্তমানে আমরা সকলেই নানান সোশ্যাল মিডিয়া অ্যাপ (Social Media App) দ্বারা আমাদের প্রিয়জনের সঙ্গে কথা বলি। এই সব অ্যাপগুলির মধ্যে সবথেকে জন প্রিয় ও বেশি ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ (Whatsapp)। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ফোনে সচল থাকে এই অ্যাপ। তবে সম্প্রতি সাইবার প্রতারণার (Cyber Fraud) ছায়া পড়েছে হোয়াটসঅ্যাপেও। বেশ কিছু দিন আগেই অসংখ্য ভারতীয়দের হোয়াটসঅ্যাপে আসছিলো অজানা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন ও টেক্সট। তাতে বেশ বেড়েছিল চিন্তা। এবার সেই সমস্ত অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসা চিরতরে বন্ধ করতে বিশেষ পদক্ষেপ নিলো মেটা (Meta)।
প্রযুক্তি আমাদের মানব জীবনের অনেক উন্নতি করলেও, অনেক দূরত্ব কমালেও বিপদ, প্রতারণার জন্যও খুলে দিয়েছে নতুন দরজা। আমাদের প্রায় সকলের কাছেই হোয়াটসঅ্যাপে বহুবার অচেনা নম্বর থেকে ফোন এসেছে। এই সব অচেনা নম্বর থেকে বহুবার শিরোনামে উঠে এসেছে প্রতারণার ঘটনাও। তবে এবার এই বিষয়ে শক্ত হাতে শিকল ধরলো মেটা সংস্থা। অচেনা নম্বর থেকে যাতে হোয়াটসঅ্যাপে চিরতরে ফোন আসা বন্ধ করা যায় সেই জন্য এই অ্যাপে আনা হয়েছে নয়া ফিচার (Feature)। যার নাম 'হোয়াটসঅ্যাপ সাইলেন্স আননোন কলার্স' (WhatsApp Silence Unknown Callers)।
আরও পড়ুন : ফোন বা কম্পিউটারের ম্যালওয়ার ভাইরাস তাড়াবে ভারতীয় পোর্টাল! স্প্যাম কল প্রতারণা থেকেও দেবে মুক্তি!
এদিন মেটা সিইও মার্ক জুকারবার্গ (Meta CEO Mark Zuckerberg) জানান, হোয়াটসঅ্যাপের এই ফিচারের ফলে এই অ্যাপ ব্যবহারকারী অজানা নম্বর বথেকে আসা ফোন আটকাতে পারবেন। এই নতুন ব্যবস্থার ফলে অজানা ফোন কল বন্ধ হলেও জরুরি কল মিস হবে না। অ্যাপের কল লিস্ট ট্যাবে (Call List Tab) সমস্ত কল এবং নোটিফিকেশন (Notification) দেখা যাবে বলে জানান মার্ক জুকারবার্গ।
হোয়াটসঅ্যাপ সাইলেন্স আননোন কলার্স । WhatsApp Silence Unknown Callers :
আপনার হোয়াটসঅ্যাপে যদি প্রায়ই অজানা নম্বর থেকে ফোন আসে এবং চান যাতে না আসুক এই ফোন, তাহলে দেখেই নিন কীভাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার দিয়ে এই নিয়ে ব্যবস্থা নেবেন।
- প্রথমে, ফোনে বা কম্পিউটার বা ল্যাপটপে আপনার হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর ওপরে ডানদিকে তিনটি ডট বা থ্রি লাইন ডটে (Three Line Dot) ক্লিক করুন।
- দ্বিতীয় ধাপে, হোয়াটসঅ্যাপের থ্রি লাইন ডটে ক্লিক করে সেটিংস (মার্ক জুকারবার্গ) অপশনে যান। এরপর প্রাইভেসি (Privacy) অপশনটি সিলেক্ট করুন।
- হোয়াটসঅ্যাপের প্রাইভেসি অপশনে কল সেকশন (Call Section) পাবে, সেখানে ক্লিক করতেই সাইলেন্স আননোন কলার্স (Silence Unknown Callers) অপশনটি আসবে।
- এরপর সাইলেন্স আননোন কলার্স-এ ক্লিক করলেই আর আপনার হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে ফোন আসবেনা।
সম্প্রতি সব থেকে বেশি ব্যবহৃত অ্যাপ, হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমানে অজানা নম্বর থেকে ফোন আসছিলো। যার নেপথ্যে ব্যবহারকারীরা দায়ী করছিলেন মেটা কোম্পানিকে। এই নিয়ে অসংখ্যবার মেটার কাছে অভিযোগ আসে। যার ফলে এই 'হোয়াটসঅ্যাপ সাইলেন্স আননোন কলার্স' ফিচার আনা হয় হোয়াটসঅ্যাপে। তবে এই ফিচার ব্যবহার করলে সেই সংক্রান্ত নোটিফিকেশন বা অন্যান্য কল আসবে কি না সে সম্পর্কে প্রশ্ন উঠলে মেটা জানায়, এই ফিচার ব্যবহার করলে ব্যবহারকারীর কাছে অন্যান্য অর্থাৎ চেনা নম্বর থেকে যেমন কল আসে তা স্বাভাবিকভাবেই আসবে। এছাড়াও অজানা নম্বর থেকে কল এলেও তার নোটিফিকেশন দেখা যাবে।
প্রসঙ্গত, এই ফিচার ছাড়াও নতুন প্রাইভেসি চেকআপ (Privacy Checkup) এনেছে হোয়াটসঅ্যাপ। যেখানে কল, মেসেজ ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য কী কী করা উচিত তা জানিয়েছে মেটা। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে চ্যাট লক (Chat Lock), ডিসঅ্যাপিয়ারিং মেসেজ (Disappearing Message), স্ক্রিনশট ব্লকিং (Screenshot Blocking) ইত্যাদি জরুরি ফিচারও আনা হয়েছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপে।
হোয়াটসঅ্যাপ চ্যাট লক দ্বারা ব্যবহারকারী কোনও ব্যক্তির সঙ্গে চ্যাট লক করে রাখতে পারবেন। উক্ত চ্যাট লক হয়ে গেলে যতক্ষণ না সেটি আনলক করা হচ্ছে ততক্ষণ সেটি খোলা যাবেনা। অন্যদিকে, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ দ্বারা একটি নির্দিষ্ট সময়ের পর সব মেসেজ ডিলিট হয়ে যাওয়া এবং স্ক্রিনশট ব্লকিং দ্বারা ভিউ ওয়ানস (View One) হিসাবে পাঠানো ও ছবিতে স্ক্রিনশটও তোলা যাবে না এমন সুবিধা পাওয়া যায়। অর্থাৎ বলাই চলে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষার জন্য এবং নিশ্চিন্তে এই অ্যাপ ব্যবহার করার ব্যব্যস্থা করে দিতে তৎপর হোয়াটসঅ্যাপ ও মেটা কোম্পানি।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- মেটা
- মার্ক জুকারবার্গ
- হোয়াটস্যাপ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা
- হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ
- সাইবার ক্রাইম
- সাইবার হানা
- সোশ্যাল মিডিয়া
- প্রতারণা
- আন্তর্জাতিক প্রতারণা