Cyclone Dana Update | আমফানের মতো তান্ডব চালাবে 'দানা'? ঘূর্ণিঝড় নিয়ে বাংলার জন্য সুখবর দিলো মৌসম ভবন
এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে পুরী, সাগরদ্বীপের মধ্যে ভিতরকণিকা, ধামরা পোর্ট এলাকায়।
সাইক্লোন 'দানা'র আসার আগেই বাংলার জন্য সুখবর দিলো মৌসম ভবন। আমফানের মতো তান্ডব চালাবে না 'দানা'। হাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে পুরী, সাগরদ্বীপের মধ্যে ভিতরকণিকা, ধামরা পোর্ট এলাকায়। তখন গতিবেগ ১২০ কিমি প্রতি ঘণ্টায় হতে পারে। তবে হাওড়া হুগলিতে বাতাসের গতিবেগ থাকতে পারে ৭০ থেকে ৭৫ কিলোমিটার। পূর্ব মেদিনীপুরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি। উল্লেখ্য, ঘূর্ণিঝড় আমফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার।