First AC Local | শিয়ালদহ বা হাওড়া ডিভিশনে চলবে এসি লোকাল ট্রেন? ছবি ঘিরে জোর জল্পনা
Monday, February 3 2025, 10:51 am
Key Highlightsশোনা যাচ্ছে, শিয়ালদহ বা হাওড়া ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু হতে পারে।
এসি লোকাল ট্রেন পেতে চলেছে পূর্ব রেল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবি থেকে এমনটাই জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, শিয়ালদহ বা হাওড়া ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু হতে পারে। যদিও বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে পূর্ব রেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে সূত্রের খবর, শীর্ষ মহল থেকে সবুজ সংকেত পেলে পরীক্ষামূলকভাবে শিয়ালদহ শাখার কোনও লাইনে এসি লোকাল ট্রেন চালানো হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর জন্য তোড়জোড় চলছে।

