Bangladesh-Muntaha | কেন খুন করা হলো মুনতাহাকে? বাংলাদেশের বছর ছয়ের শিশুকন্যা হত্যার নেপথ্যে প্রাক্তন গৃহশিক্ষক?
Monday, November 11 2024, 5:49 pm
Key Highlightsবছর ছয়েকের মুনতাহা আক্তার জেরিন নিখোঁজ ছিল কিছুদিন ধরে। এরপর শনিবার রাতে, তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার হয় মুনতাহার দেহ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ছোট্ট মুনতাহার ছবি। বছর ছয়েকের মুনতাহা আক্তার জেরিন নিখোঁজ ছিল কিছুদিন ধরে। এরপর শনিবার রাতে, তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার হয় মুনতাহার দেহ। এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন শামিমা বেগম। যিনি ইতিমধ্যে খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকা কথা কবুল করেছেন। পুলিশ জানিয়েছে,৩ তারিখে মুনতাহাকে নিজের ঘরে নিয়ে গিয়ে গলা টিপে, বস্তা চাপা দিয়ে হত্যা করেন শামিমা। জানা গিয়েছে, শামিমা ছিলেন মুনতাহার প্রাক্তন গৃহশিক্ষক।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ক্রাইম
- খুন

