Strongest Countries | কোন দেশের কাছে রয়েছে ক'টা যুদ্ধবিমান? ভারত রয়েছে কত নম্বরে? দেখুন তালিকা!
Thursday, May 15 2025, 4:28 pm

চলতি বছরে সেনার যুদ্ধবিমানের সংখ্যার নিরিখে শীর্ষ ১০টি শক্তিশালী দেশের মধ্যে প্রথমস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (১৩,০৪৩টি যুদ্ধবিমান)।
বায়ু শক্তির দিক থেকে ঠিক কত নম্বরে রয়েছে ভারত? চলতি বছরে সেনার যুদ্ধবিমানের সংখ্যার নিরিখে শীর্ষ ১০টি শক্তিশালী দেশের মধ্যে প্রথমস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (১৩,০৪৩টি যুদ্ধবিমান)। এরপর যথাক্রমে রয়েছে রাশিয়া (৪,২৯২টি যুদ্ধবিমান), চিন (৩,৩০৯টি যুদ্ধবিমান), ভারত (২,২২৯টি যুদ্ধবিমান), দক্ষিণ কোরিয়া (১,৫৯২টি যুদ্ধবিমান), জাপান (১,৪৪৩টি যুদ্ধবিমান), পাকিস্তান (১,৩৯৯টি যুদ্ধবিমান), মিশর (১,০৯৩টি যুদ্ধবিমান), তুরস্ক (১,০৮৩টি যুদ্ধবিমান), ফ্রান্স (৯৭৬টি যুদ্ধবিমান)।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- যুদ্ধবিমান
- মার্কিন যুক্তরাষ্ট্র