রফতানিতে লাগাম দিল ভারত, বিশ্ব বাজারে লাফিয়ে গমের মূল্যবৃদ্ধি

Monday, May 16 2022, 2:45 pm
highlightKey Highlights

ইউরোপের বাজারে সোমবার প্রতি টন গমের দাম পৌঁছেছে ৪৩৫ ইউরোতে। রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা জারির পরেই আন্তর্জাতিক বাজারে বাড়লো গমের দাম।


সম্প্রতি গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। চাহিদা অনুযায়ী দেশে গমের জোগান ঠিক রাখার জন্য এই নির্দেশ দিয়েছে ভারত। মূলত দেশে গমের দামে লাগাম রাখার জন্যই এই নির্দেশ।

গম রফতানির বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, অবিলম্বে গমের রফতানি বন্ধ করা হচ্ছে, যাতে দেশীয় বাজারে মূল্যবৃদ্ধিতে লাগাম টানা যায়। গতকালের বিজ্ঞপ্তির আগে যে সমস্ত লেটারস অফ ক্রেডিট ইস্যু করা হয়েছে, শুধুমাত্র তার ভিত্তিতে রফতানি অনুমোদন করা হবে। এর পাশাপাশি, পড়শি দেশে যদি আপদকালীন পরিস্থিতি দেখা দেয়, সেখানেও গম রফতানিতে সায় দেবে কেন্দ্র। 

Trending Updates

এদিকে সোমবার ইউরোপের বাজারে প্রতি টন গমের দাম পৌঁছেছে ৪৩৫ ইউরোতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি হচ্ছে গমের মূল্য । এবার ভারতও রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় আরও চাপ বেড়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File