WhatsApp | সাইবার প্রতারণার জের, ছ’মাসে ৭১ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করলো হোয়াটসঅ্যাপ

Wednesday, August 6 2025, 5:39 pm
highlightKey Highlights

চলতি বছরের প্রথম ছ’মাসে ৭১ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ।


হোয়াটসঅ্যাপ ইউজারের সংখ্যা ভারতে ৫০০ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে সাইবার প্রতারণা, ডিজিটাল অ্যারেস্টের ঘটনা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইবার জালিয়াতি ঠেকানোর জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করলো মেটা। জানা গিয়েছে, চলতি বছরের প্রথম ছ’মাসে ৭১ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। এই সব অ্যাকাউন্টগুলি থেকে মেসেজিং অ্যাপে অচেনা নম্বরে ‘ভয়েস কল; করে ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে তো কখনও লিংক পাঠিয়ে ম্যালওয়্যার ভরে দেওয়া হয়েছে ডিভাইসে। এ কারণেই দফায় দফায় অ্যাকাউন্ট ব্যান করেছে মেটা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File