Pahalgam Terror Attack | আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ হওয়ায় কী প্রভাব পড়বে পাকিস্তানের উপর?

Thursday, April 24 2025, 2:01 pm
highlightKey Highlights

আটারি-ওয়াঘা ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা আন্তর্জাতিক সীমান্ত। আফগানিস্তান থেকে ভারতে যে পণ্য ঢোকে তাও এই সীমান্ত দিয়েই আসে।


পহেলগামে জঙ্গি হামলার পর ছ'দফা চুক্তিতে আন্তর্জাতিক স্থল সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই নির্দেশ মেনেই বন্ধ করা হয়েছে আটারি ওয়াঘা সীমান্ত। আসলে আটারি হচ্ছে ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম এবং পাকিস্তানের প্রান্তে থাকা গ্রামের নাম ওয়াঘা। এই দুই স্থলভাগের মাধ্যমে ভারত থেকে পাকিস্তানে সয়াবিন, মুরগির খাবার, সবজি, লাল লঙ্কা সহ একাধিক পণ্য এবং পাকিস্তান থেকে ভারতে ডাই ফ্রুট, শুকনো খেজুর, জিপসাম, সিমেন্ট ইত্যাদি পণ্য আদানপ্রদান হয়। এই সীমান্ত বন্ধ হওয়ায় ধাক্কা খেয়েছে পাক বাণিজ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File