Blackout | রাত পোহালেই আগামীকাল দেশ জুড়ে মহড়া! বাজবে ‘সাইরেন’, হবে ‘ব্ল্যাকআউট’! এই ব্ল্যাকআউটের সময় কী করবেন?
Tuesday, May 6 2025, 6:09 pm

রাত পোহালেই আগামীকাল বুধবার অসামরিক মহড়া চলবে বাংলা সহ দেশের সমস্ত রাজ্যে। বাজবে বিমান ‘সাইরেন’, হবে ‘ব্ল্যাকআউট’।
রাত পোহালেই আগামীকাল বুধবার অসামরিক মহড়া চলবে বাংলা সহ দেশের সমস্ত রাজ্যে। বাজবে বিমান ‘সাইরেন’, হবে ‘ব্ল্যাকআউট’। কিন্তু এই ব্ল্যাকআউটের সময় কী করতে হবে? যুদ্ধের সময় ব্ল্যাকআউট একটি গুরুত্বপূর্ণ কৌশল। সাধারণত বিমান হানা বা ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা কমাতে এলাকা অন্ধকার বা ব্ল্যাকআউট করা হয়। এই সময় রোডলাইট, বাড়ি, দোকানপাটের সমস্ত আলো বন্ধ করে দিতে হবে। নিকশ কালো হবে এলাকা। প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি সরকারি নির্দেশিকার জন্য নজর রাখতে হবে টিভি, রেডিওতে।