আবহাওয়া

এ বছরের সবচেয়ে শীতলতম দিন, আগামীকাল থেকেই বিপুল পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়ার

এ বছরের সবচেয়ে শীতলতম দিন, আগামীকাল থেকেই বিপুল পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়ার
Key Highlights

আজ সবচেয়ে শীতলতম দিন, শীতের দাপট ডিসেম্বরের শুরুতেই জড়োসড়ো দেশবাসী। জানুন কী বলছে হাওয়া অফিস

বঙ্গে শীতের হাওয়া এসে গেল। আবহাওয়া দফতরের দাবি, শুক্রবার এ বছরের ডিসেম্বরে এখনও পর্যন্ত শীতলতম দিন কলকাতায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৪ ডিসেম্বর ১৬ ডিগ্রির নিচে নেমেছিল পারদ, ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে বেশিরভাগ জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। আজও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বইবে। ক্রমশ মেঘলা আকাশের পরিমাণ বাড়বে। সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কমবে শীতের আমেজ। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে। জেলায় জেলায় দিনভর শীতের আমেজও কমবে। আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড় মান্দাস আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। সাধারণ ঘূর্ণিঝড় থেকে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আজ সকালে এটি চেন্নাই থেকে ৩২০ কিলোমিটার দূরত্বে এবং কড়াইকাল থেকে ২৪০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এর ফলে প্রভাব পড়ছে তামিলনাড়ুতে সবথেকে বেশি।

আগামীকাল থেকে পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বাংলা বিহার উড়িষ্যা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মহারাষ্ট্র এবং গুজরাটেও তাপমাত্রা বাড়বে আগামী ২-৩ দিনে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে। জম্মু-কাশ্মীর লাদাখ কাশ্মীর ভ্যালি এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়।