আবহাওয়া

এ বছরের সবচেয়ে শীতলতম দিন, আগামীকাল থেকেই বিপুল পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়ার

এ বছরের সবচেয়ে শীতলতম দিন, আগামীকাল থেকেই বিপুল পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়ার
Key Highlights

আজ সবচেয়ে শীতলতম দিন, শীতের দাপট ডিসেম্বরের শুরুতেই জড়োসড়ো দেশবাসী। জানুন কী বলছে হাওয়া অফিস

বঙ্গে শীতের হাওয়া এসে গেল। আবহাওয়া দফতরের দাবি, শুক্রবার এ বছরের ডিসেম্বরে এখনও পর্যন্ত শীতলতম দিন কলকাতায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৪ ডিসেম্বর ১৬ ডিগ্রির নিচে নেমেছিল পারদ, ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে বেশিরভাগ জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। আজও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বইবে। ক্রমশ মেঘলা আকাশের পরিমাণ বাড়বে। সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কমবে শীতের আমেজ। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে। জেলায় জেলায় দিনভর শীতের আমেজও কমবে। আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড় মান্দাস আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। সাধারণ ঘূর্ণিঝড় থেকে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আজ সকালে এটি চেন্নাই থেকে ৩২০ কিলোমিটার দূরত্বে এবং কড়াইকাল থেকে ২৪০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এর ফলে প্রভাব পড়ছে তামিলনাড়ুতে সবথেকে বেশি।

আগামীকাল থেকে পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বাংলা বিহার উড়িষ্যা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মহারাষ্ট্র এবং গুজরাটেও তাপমাত্রা বাড়বে আগামী ২-৩ দিনে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে। জম্মু-কাশ্মীর লাদাখ কাশ্মীর ভ্যালি এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়।



Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]