আবহাওয়া

উল্টো রথের দিন বিকেলে দক্ষিণবঙ্গে বর্ষার নয়া ইনিংস, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে?

উল্টো রথের দিন বিকেলে দক্ষিণবঙ্গে বর্ষার নয়া ইনিংস, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে?
Key Highlights

আজ উল্টো রথ। বিকেলে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টিপাত হবে? এই নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর এই নিয়ে ইতিমধ্যেই জারি করেছে পূর্বাভাস।

আজ কলকাতার আবহাওয়াও দক্ষিণবঙ্গের মতোই থাকবে। সারাদিন মেঘলা আকাশ থাকবে। মাঝে মাঝে বৃষ্টির দেখা মিলতে হতে পারে।আষাঢ়ের প্রায় শেষ লগ্নেও ভারী বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে তবে একটানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। 

হাওয়া অফিসের তরফ থেকে কী জানানো হয়েছে? উল্টো রথের দিন কী রথের চাকা ভিজবে! 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সারাদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। শুধু আজই নয়, আপাতত ভারী বৃষ্টির কোনও পরিস্থিতি নেই। ঘূর্ণাবর্ত বা মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে অনেকটা দূরে। তাই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা আপাতত একটু দূরে।

তবে কলকাতা মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে, কিন্তু তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। সংলগ্ন উত্তর-মধ্য বঙ্গোপসাগর, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে। মৌসুমী অক্ষরেখা অনেকটা দক্ষিণমুখী হয়ে রয়েছে। যে কারণে তা জবলপুর, পেন্দ্রা, কালিঙ্গপট্টনমের দিকে চলে যাচ্ছে। তাই আপাতত ভারী বর্ষার কোনও সম্ভাবনা নেই।