আবহাওয়া

Weather Update | নিম্নচাপে উত্তাল সমুদ্র, সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস! কেরলের মতো সময়ের আগেই বর্ষা ঢুকবে বাংলায়?

Weather Update | নিম্নচাপে উত্তাল সমুদ্র, সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস! কেরলের মতো সময়ের আগেই বর্ষা ঢুকবে বাংলায়?
Key Highlights

১৬ বছরের রেকর্ড ভেঙে নির্ধারিত সময়ের আট দিন আগেই কেরালায় ঢুকেছে বর্ষা। এদিকে, আজ সোমবার সপ্তাহের শুরুতেই বৃষ্টি শহর কলকাতা সহ একাধিক জেলায়। তাহলে কি এবার বাংলাতেও প্রবেশ বর্ষার? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী বায়ুর ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। ফলে কেরলের মতো আগেভাগেই বর্ষা প্রবেশ করবে বাংলায় (west bengal weather news)। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে যাবে বর্ষা।

১৬ বছরের রেকর্ড ভেঙে নির্ধারিত সময়ের আট দিন আগেই কেরালায় ঢুকেছে বর্ষা। এদিকে, আজ সোমবার সপ্তাহের শুরুতেই বৃষ্টি শহর কলকাতা সহ একাধিক জেলায়। তাহলে কি এবার বাংলাতেও প্রবেশ বর্ষার? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী বায়ুর ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। ফলে কেরলের মতো আগেভাগেই বর্ষা প্রবেশ করবে বাংলায় (west bengal weather news)। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে যাবে বর্ষা।

কলকাতার আবহাওয়া :

আজ, সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ শহর কলকাতায় (kolkata weather today)। বেলা বাড়তেই শুরু হয়েছে হালকা-মাঝারি বৃষ্টিও। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে কলকাতায় বৃষ্টি কিছুটা বাড়বে। এরপর বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে যে কোনও সময় ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাত চলবে শনিবার পর্যন্ত। এই কদিন কলকাতায় রাতের তাপমাত্রা হবে ২৭.২ ডিগ্রি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

আজ সোমবার, দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি (west bengal weather news)। ওই জেলাগুলি হলো- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া। বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাতাস বইবে সব জেলাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। এরপর বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে কোচবিহার এবং জলপাইগুড়ি দুই জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা।

প্রসঙ্গত, পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সং‌লগ্ন এলাকায় আগামীকাল অর্থাৎ ২৭ মে, মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ পরবর্তী দুদিনে আরও শক্তি বাড়াবে। আপাতত এর অভিমুখ উত্তর বঙ্গোপসাগরের দিকে। শক্তি বাড়িয়ে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না সেই দিকে নজরদারি মৌসম ভবনের। অন্যদিকে, আরব সাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে মধ্য মহারাষ্ট্রে অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এটি কর্ণাটকের দিকে যাবে এবং আরো শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেই কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বুধবার থেকে।


Pulwama Attack | AMAZON থেকে বিস্ফোরক কিনেছিলো পাক জঙ্গিরা! পুলওয়ামা-গোরক্ষপুর মন্দিরে জঙ্গি হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য!
Rajabazar Science College | সন্ধে হলেই ইউনিয়ন রুমে বসে মদের আসর! রাজাবাজার সায়েন্স কলেজ নিয়ে বড় অভিযোগ!
Malda | স্কুল কতৃপক্ষের অত্যাচারে মৃত্যু সন্তানের, ৩ দিন ফ্রিজারে মৃতদেহ, সুবিচার না পাওয়া অবধি দেহ সৎকার নয়- জানালো পরিবার
Bengaluru Stampede | জয়ের সেলিব্রেশনে এত মানুষের মৃত্যু কীভাবে? ফ্র্যাঞ্চাইজির কাছে লিখিত জবাব তলব BCCI-এর
E20 | এবার চাল দিয়ে চলবে গাড়ি! ৫.২ মিলিয়ন মেট্রিক টন চাল বরাদ্দ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া!
অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের জীবনী, Biography of  Bangladeshi economist Abul Barkat in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo