বর্ষার প্রবেশের পর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত, ভ্যাপসা গরম বাড়ছে দক্ষিণবঙ্গে

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

বর্ষার আগেই রাজ্যে প্রবেশ করলো বৃষ্টিপাত, আবহাওয়ার গতি চিন্তা বাড়াচ্ছে দক্ষিণবঙ্গে ।


শুক্রবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত বর্ষার গতিবিধি উত্তরের সবকটি জেলায় সীমাবদ্ধ রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পর গত ৭২ ঘন্টায় আর এগোয়নি বর্ষা, এমনটাই আলিপুর আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে। 

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষার অগ্রগতির ক্ষেত্রে মধ্য বঙ্গে মালদা বা মুর্শিদাবাদ থেকে দক্ষিণের দিকে আড়াআড়ি কোনো একটি অনুঘটকের প্রয়োজন। অক্ষরেখা, ঘূর্ণাবর্ত জাতীয় কোনো একটির সহায়তা না পেলে মৌসুমী বায়ু উত্তর থেকে দক্ষিণে এগোনোর পর্যাপ্ত রসদ পায় না। কিন্তু এখনও তেমন কিছু না থাকায় বর্ষার আগাম স্বাদ থেকে বঞ্চিত দক্ষিণবঙ্গের এলাকাগুলি। 

আরও পড়ুন: হজরত মহাম্মদকে নিয়ে মন্তব্য করায় নুপুর শর্মাকে সাসপেন্ড করল বিজেপি!

Trending Updates

অন্যদিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সপ্তাহের প্রথম দিনেও বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রা বৃদ্ধি বা কমার সম্ভাবনা নেই। কাল এবং বুধবার নদীয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুত সহ দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File