সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য, হলদিয়ায় তোলাবাজি মামলায় সিবিআই তদন্ত বহাল করা হল

Monday, March 14 2022, 3:22 pm
highlightKey Highlights

হাই কোর্ট জানায়, শুভেন্দু-ঘনিষ্ঠ রাজীবকে জামিনে মুক্ত করতে হবে। পুলিশের তদন্ত সন্তোষজনক নয়। ফলে ওই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।


হলদিয়া বন্দর এলাকা থেকে যে সামগ্রী ট্রাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়, ওই ট্রাক থেকে বন্দর শ্রমিক ভবনের স্লিপ দিয়ে অন্তত ৫০০ টাকা করে তোলা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত রাজীব পাল, শ্যামল আদক-সহ কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ।

তোলাবাজি মামলায় করা আবেদন খারিজ করলো শীর্ষ আদালত

হলদিয়া বন্দরে তোলাবাজি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল। উচ্চ আদালত ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সিবিআইয়ের বদলে পুলিশকেই তদন্তের ভার দেওয়ার আবেদন করেন তারা।

গত মাসে হাই কোর্ট জানায়, রাজীবকে জামিনে মুক্ত করতে হবে। পুলিশ যে ভাবে তদন্ত করছে, তা সন্তোষজনক নয়। ওই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ওই মামলার সমস্ত নথি দিয়ে সাহায্য করতে পুলিশকে নির্দেশ দেয় হাই কোর্ট। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File