রাজ্য

Sikkim Disaster | সিকিমে আটকে পড়া পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার!

Sikkim Disaster | সিকিমে আটকে পড়া পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার!
Key Highlights

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিম। লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পর্যটনের জন্য বিখ্যাত লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যেরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার সেখানে আটকে পড়া পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। শুক্রবার কালিম্পঙের জেলাশাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিম। লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পর্যটনের জন্য বিখ্যাত লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যেরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার সেখানে আটকে পড়া পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। শুক্রবার কালিম্পঙের জেলাশাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,পূর্ব সিকিম জেলার রংপোতে পর্যটকদের উদ্ধারের কাজ তদারকির জন্য তৈরি হয়েছে একটি হেল্পডেস্ক। সেই ডেস্কের দুই আধিকারিক রবি বিশ্বকর্মা (৮৭৬৮০৯৫৮৮১) এবং পুষ্পজিৎ বর্মণের (৯০৫১৪৯৯০৯৬) মোবাইল নম্বরও রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এখনও ১২০০ পর্যটক আটকে রয়েছেন বলে খবর। যার মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের। তা ছাড়া রয়েছেন ১৫ জন বিদেশি। জেলা প্রশাসন সূত্রে খবর, মঙ্গন এবং চুংথাংয়ের সংযোগকারী বেইলি সেতুটি ভেঙে গিয়েছে। ধসের জেরে বহু রাস্তা বন্ধ। বহু বাড়ি তছনছ হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে পৌঁছতে সমস্যা হচ্ছিল শুরুর দিকে। ধীরে ধীরে সেই সমস্যা মিটছে। আটকে পড়া পর্যটকেরাও সুস্থই রয়েছেন। আবহাওয়া ভাল হলে যাতে তাঁদের বিমানে উদ্ধার করা যায়, তার জন্যই ইতিমধ্যেই সিকিমের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন।


Bangladesh Barge | ভারী বৃষ্টিতে উত্তাল হুগলি নদী, ঢেউ সামলাতে না পেরে নদীর পাড়ে উঠে পড়লো বাংলাদেশি বার্জ
Bangladesh-US | একাধিক খাতে উন্নয়নের জন্য ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশকে ২০ কোটি ডলারের আর্থিক সাহায্য আমেরিকার
R G Kar | ‘ওসি একজন সন্দেহভাজন ‘, টালা থানার ওসিকে আদালতে পেশ করে মন্তব্য সিবিআইয়ের
Arvind Kejriwal | জেলমুক্তির পরই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের
R G Kar | তদন্তে ‘অদ্ভুত ভুল’, এবার সিবিআইয়ের স্ক্যানারে কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা, অনলাইনে জিজ্ঞাসাবাদ
Arvind Kejriwal । আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar