রাজ্য

Sikkim Disaster | সিকিমে আটকে পড়া পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার!

Sikkim Disaster | সিকিমে আটকে পড়া পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার!
Key Highlights

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিম। লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পর্যটনের জন্য বিখ্যাত লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যেরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার সেখানে আটকে পড়া পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। শুক্রবার কালিম্পঙের জেলাশাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিম। লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পর্যটনের জন্য বিখ্যাত লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যেরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার সেখানে আটকে পড়া পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। শুক্রবার কালিম্পঙের জেলাশাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,পূর্ব সিকিম জেলার রংপোতে পর্যটকদের উদ্ধারের কাজ তদারকির জন্য তৈরি হয়েছে একটি হেল্পডেস্ক। সেই ডেস্কের দুই আধিকারিক রবি বিশ্বকর্মা (৮৭৬৮০৯৫৮৮১) এবং পুষ্পজিৎ বর্মণের (৯০৫১৪৯৯০৯৬) মোবাইল নম্বরও রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এখনও ১২০০ পর্যটক আটকে রয়েছেন বলে খবর। যার মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের। তা ছাড়া রয়েছেন ১৫ জন বিদেশি। জেলা প্রশাসন সূত্রে খবর, মঙ্গন এবং চুংথাংয়ের সংযোগকারী বেইলি সেতুটি ভেঙে গিয়েছে। ধসের জেরে বহু রাস্তা বন্ধ। বহু বাড়ি তছনছ হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে পৌঁছতে সমস্যা হচ্ছিল শুরুর দিকে। ধীরে ধীরে সেই সমস্যা মিটছে। আটকে পড়া পর্যটকেরাও সুস্থই রয়েছেন। আবহাওয়া ভাল হলে যাতে তাঁদের বিমানে উদ্ধার করা যায়, তার জন্যই ইতিমধ্যেই সিকিমের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন।


Tsunami | বঙ্গোপসাগরে দেড় ঘণ্টার মধ্যে ৪টি ভূমিকম্প! সুনামি সতর্কতা জারি চিন-কোরিয়া-ভিয়েতনাম-নিউজিল্যান্ডেও!
Afrin Jabee | সাঁতরে ইংলিশ চ্যানেল ‘জয়’ বঙ্গতনয়ার! আফরিনের সাফল্যে উচ্ছসিত মেদিনীপুর
Divya Deshmuk | দাবায় বিশ্বসেরা! প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত! চিনুন দিব্যা দেশমুখকে!
Siliguri | কারোর বয়স ২১ তো কারোর ৩৫..ভিনরাজ্যে কাজে পাঠানোর নাম করে পাচারের ছক! শিলিগুড়ি থেকে উদ্ধার ৩৪ যুবতী!
GST in UPI | UPI এর মাধ্যমে ২ হাজার টাকার বেশি লেনদেন করলেই দিতে হবে GST? কী বলছে কেন্দ্র?
TCS Layoff | বড়ো অঙ্কের লোক ছাঁটাই করতে চলছে TCS, বিপাকে ১২ হাজার কর্মী!
Rahul Purkayastha | প্রয়াত হলেন উদ্বাস্তু কলোনির সংগ্রামী রোজনামচার কবি 'রাহুল পুরকায়স্থ'