দুর্গোৎসবে এবার লক্ষ্মীলাভ বাংলার, অর্থনীতি এবার ঘুরে দাঁড়াল বাণিজ্যে লাভ ৫০ হাজার কোটির
বাংলার অর্থনীতি ফের ঘুরে দাঁড়াল বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে। বাংলায় বাণিজ্য হল প্রায় ৫০ হাজার কোটি টাকার।
বিরাট সুখবর! মা দূর্গার আগমনে খুশির জোয়ার বয়ে আনার পাশাপাশি দুই বছর পর এবারের মাতৃ আরাধনায় হয়েছে লক্ষ্মীলাভও। গত দুবছরের মহামারীর রেষ কাটিয়ে এবছর উৎসবমুখী হয়েছিল বাংলা। বঙ্গবাসী এইকদিন প্রাণ খুলে পুজোর আনন্দে মেতে উঠেছিল। এবার উৎসবের আয়োজনে কোনও খামতি রাখেননি পূজা উদ্যোক্তারা।
দুর্গাপুজোয় এবার বাংলায় বাণিজ্যে লাভ হল প্রায় ৫০০০০ কোটি!
এবার বাংলায় এই দুর্গোৎসবকে কেন্দ্র করে সমস্ত ছোটো ও বড় ব্যবসায়ীরা প্রাণ ফিয়ে পেয়েছে। এবার দুর্গাপুজোয় বাংলায় বাণিজ্যের অঙ্ক পেরিয়ে গিয়েছে ৫০ হাজার কোটির গণ্ডি। আয়োজন সংস্থা ফোরাম ফর দুর্গোৎসবের তরফে তথ্য দিয়ে জানানো হয়েছে এই তথ্য। যে ৫০ হাজার কোটি বাণিজ্যের তথ্য দেওয়া হয়েছে ফোরামের তরফে, তা বিগত কয়েক বছরের মধ্যে সবথেকে বেশি বলে দাবি করা হয়েছে।
সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে জানিয়েছিল, বাংলার বড় উৎসব দুর্গাপুজোয় ৪০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। আর দুর্গাপুজোকে কেন্দ্র করে হয়েছে ৩ লক্ষ কর্মসংস্থান। সেই তথ্য পরিমার্জন করে দেখা গেল, এবার বাংলায় বাণিজ্য ছাড়িয়ে গিয়েছে ৫০ হাজার কোটি। দুর্গাপুজোয় এই অর্থনীতি রাজ্যের জিডিপির ২.৫৮ শতাংশের বেশি। এই সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলার দুর্গাপুজো আনন্দ-উল্লাসের নয়, এই দুর্গাপুজোয় বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ হয়।
- Related topics -
- মমতা ব্যানার্জী
- দুর্গাপুজো
- বাণিজ্য
- রাজ্য