West Bengal Weather | প্রচন্ড গরমের মধ্যেই তাপপ্রবাহের 'লাল' সতর্কতা! আগামী তিন দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা!
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, চরম তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী তিন দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তাপপ্রবাহ থেকে বাদ যাবে না উত্তরবঙ্গও।
একেই গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এরই মধ্যে ফের তাপপ্রবাহের চোখরাঙানি দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহ থেকে বাদ যাবে না উত্তরবঙ্গও, এমনটাই জানাল হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আরও খারাপের দিকে যেতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত অত্যন্ত প্রয়োজন ছাড়া রোদে না বেরনোর পরামর্শ আবহাওয়া দফতরের।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কিছুটা হলেও তাপমাত্রা কমেছিল, যা স্বস্তি দিয়েছিল সাধারণ মানুষকে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৫ শতাংশ। এদিকে সোমবার কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। যা আশা জাগিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। কিন্তু, এখনই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। অর্থাৎ এই ভ্যাপসা গরমের ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে উল্লেখ্য, ২০১৬ সালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। ২০১৪ সালে তা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। গত বছর এপ্রিল মাসে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল একদিন।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। হাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামিকাল রাজ্যের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অন্তত শনিবার পর্যন্ত ১৭ জেলায় তাপপ্রবাহের আশঙ্কাও থাকছে। একাধিক জেলা তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী খবর, আজ অর্থাৎ বুধবার থেকে ফের তাপপ্রবাহের পরিস্থিতি বঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। পশ্চিমের জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা। শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি। আকাশ থাকবে পরিস্কার।
হাওয়া অফিস জানাচ্ছে, চরম তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহ। পাশাপাশি আবার বাড়বে তাপমাত্রা। আগামী তিন দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল চলবে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। শুক্রবার ও শনিবার আরও অস্বস্তি বাড়বে। এদিকে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোন সম্ভাবনাও নেই।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়বে বলে জানা গিয়েছে।উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। উপরের দিকের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। নিচের দিকে তিনজেলায় গরম ও অস্বস্তি বাড়বে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের সম্ভাবনা।
মৌসম ভবন বলেই দিচ্ছে এপ্রিলের বাকি দিনে নিস্তার পাওয়ার বিন্দু মাত্র আশা নেই। এমনকি কালবৈশাখীর স্বস্তি নেই, আকাশে মেঘ নেই ফলে বৃষ্টির আশা নেই। যার প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এখনই বদলাবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের পাশাপাশি গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, ত্রিপুরা, গোয়ায় একাধিক রাজ্যে।