অটোরিকশা চালক

অটো চলাচল বন্ধ রাখা হয়েছে উল্টোডাঙা-লেকটাউন রুটে, চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের

অটো চলাচল বন্ধ রাখা হয়েছে উল্টোডাঙা-লেকটাউন রুটে, চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের
Key Highlights

সোমবার উল্টোডাঙা-লেকটাউন রুটে অটো চলাচল বন্ধ করা হয়। জানা গিয়েছে, চালকদের উপর হামলা করার প্রতিবাদেই বন্ধ রাখা হয়েছে এই রুটে অটো চলাচল।

সকাল থেকে রাস্তায় নামলেও উল্টোডাঙ্গা রুটের কোনো অটোরই চাকা ঘোরেনি। সপ্তাহের প্রথম দিনেই উল্টোডাঙ্গা থেকে একাধিক রুটের অটো বন্ধ থাকার দরুন দুর্ভোগের মুখে পড়তে হল অফিস যাত্রী থেকে শুরু করে অন্যান্য নিত্যযাত্রীদের।

পূজোর পরই কী কারণে প্রতিবাদে নামলো অটো চালকদের দল? জেনে নেওয়া যাক বিশদে

দুষ্কৃতী হামলা করে উল্টোডাঙা-লেকডাউন রুটের অটো চালকদের উপর। যার জেরে সোমবার ওই রুটের অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন অটো চালকরা। জানা গিয়েছে সোমবার সকাল থেকে অটো চলাচল বন্ধ রেখেই নিজেদের প্রতিবাদ জারি রেখেছে অটো চালকরা। এর ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে অফিসকর্মীরা সকলেই সমস্যায় পড়েছেন। অনির্দিষ্টকালের জন্য এই রুটে অটো বন্ধ হওয়ায় এই বিষয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 

অন্যদিকে, দূর্গাপুজোর দিনগুলিতে অটো দৌরাত্ম্য নিয়ে যাত্রীরা অভিযোগ তুলেছিলেন। যাত্রীদের অভিযোগ, বিধাননগর উল্টোডাঙা থেকে শুরু করে দক্ষিণ কলকাতার একাধিক রুটে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছিল। অন্যান্য দিনে রুবি থেকে গড়িয়াহাট পর্যন্ত ভাড়া ছিল ১৫ টাকা  সেই ভাড়া বাড়িয়ে ৫০ টাকা করে নেওয়া হচ্ছিল পুজোর সময়। একই অভিযোগ আসে, রাসবিহারী, কসবা, গোলপার্ক, যাদবপুর, বেহালা অটো রুটের যাত্রীদের থেকে।

এছাড়াও যানজট নিয়ন্ত্রণে রাখতে পূজোর দিনগুলোতে অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিকেল ৪টের পর থেকে অটো বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। যাত্রীদের অভিযোগ, অটো চালকরা সেই অজুহাতে  ঘুরপথে অটো চালিয়ে বেশি ভাড়া দাবি করছিলেন। বিশ্বকর্মা পুজোর আগে থেকেই শহরের একাধিক রুটে অটোর এই সমস্যা চলছিল বলে অভিযোগ যাত্রীদের। এমনকি পুজো শেষ হওয়ার পরও লক্ষ্মীপুজোর গোটা দিন শহরের বিভিন্ন রুটে পাওয়া যায়নি অটোর হদিশ।


Cough Syrup Case | অবশেষে পুলিশের নাগালে ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথন!
Train Derailed | সাতসকালে লাইনচ্যুত মালগাড়ি, শিয়ালদহ-বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
World Para Athletics | বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে রেকর্ড গড়লো ভারত! শেষ দিনেও এলো রূপো!
IND W VS PAK W | এশিয়া কাপের পুনরাবৃত্তি, হ্যান্ডশেক করলেন না হরমনপ্রীত-ফতিমা
North Bengal | উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা শিলিগুড়িতে, কোন পথে আসছে ট্রেন?
Madhya Pradesh | কাফ সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু, মধ্যপ্রদেশে গ্রেপ্তার ‘কোল্ডরিফ’ সিরাপ প্রেসক্রাইব করা চিকিৎসক গ্রেপ্তার
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali