পার্থ চট্টোপাধ্যায়

সুপ্রিম কোর্টে গেলেন পার্থ চট্টোপাধ্যায়, ওই মামলার শুনানি হতে পারে আগামী শুক্রবার

সুপ্রিম কোর্টে গেলেন পার্থ চট্টোপাধ্যায়, ওই মামলার শুনানি হতে পারে আগামী শুক্রবার
Key Highlights

এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই আবারও ডাকতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তাই রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাই কোর্টে আগেই যান পার্থ চট্টোপাধ্যায়।

সিবিআই যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেয় তা নিয়ে বৃহস্পতিবার অন্য একটি ডিভিশন বেঞ্চে যান পার্থ। ঘটনাচক্রে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে ওই মামলাটির শুনানি হওয়ার কথা শুক্রবার সকালে।

সুপ্রিম কোর্টে গেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শুক্রবার শীর্ষ আদালতে হতে পারে ওই মামলার শুনানি


বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে গিয়েছেন পার্থ। সেখানে তাঁর আবেদন, এসএসসি দুর্নীতি মামলায় প্রথম থেকে তাঁকে ‘পক্ষ’ হিসাবে ঘোষণা করা হয়নি। অথচ এখন তাঁকে সিবিআই দফতরে যেতে বলা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কড়া নেওয়া হতে পারে বলেও আশঙ্কা করছেন পার্থ। তাঁর বিরুদ্ধে আগামিদিনে যেন কোনও কড়া পদক্ষেপ না করা হয়— শীর্ষ আদালতে সেই আবেদনও জানিয়েছেন পার্থ। শুক্রবার ওই মামলার শুনানি হতে পারে।

গত বুধবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেয়, সন্ধ্যা ৬টায় সিবিআই দফতরে যেতে। ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যান পার্থ। যদিও ওই মামলাটি শুনতে চায়নি ডিভিশন বেঞ্চ। এর পর বুধবার সন্ধ্যা ৬টার আগেই সিবিআই দফতরে যান পার্থ।