বিনোদন

আর্টিস্ট ফোরামের নতুন নির্বাচিত কমিটির তালিকা প্রকাশ করা হল, সভাপতি পদে নির্বাচিত হলেন রঞ্জিত মল্লিক

আর্টিস্ট ফোরামের নতুন নির্বাচিত কমিটির তালিকা প্রকাশ করা হল, সভাপতি পদে নির্বাচিত হলেন রঞ্জিত মল্লিক
Key Highlights

করোনা আবহের মধ্যেই গত শনিবার ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্ট ফোরামের নতুন কার্যকরী সমিতি নির্বাচনের কাজ সম্পন্ন হল। কারা কোন দায়িত্ব পেলেন তা জেনে নেওয়া যাক

'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম'-এর নতুন কার্যকরী সমিতি গঠিত হল। জানা যাচ্ছে এই নির্বাচনের দ্বারা সভাপতি পদে নিযুক্ত হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। এর আগে ফোরামের সভাপতি পদে ছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর এতদিন যাবত এই পদ শূন্যই ছিল। অবশেষে গত শনিবার নতুন কার্যকরী সমিতি গঠনের পর এই পদে আসীন হলেন রঞ্জিত মল্লিক। এছাড়াও অন্যান্য পদগুলিতেও রদবদল ঘটেছে। 

নবনির্বাচিত আর্টিস্ট ফোরামে কারা কোন পদে নিযুক্ত হলেন, জেনে নিন

কার্যনির্বাহী সভাপতি পদের দায়িত্ব এতদিন পালন করতেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তাঁর জায়গায় কার্যকরী সভাপতি হিসাবে নিযুক্ত হলেন জিতেন্দ্র মদনানি অর্থাৎ অভিনেতা জিৎ। সহ-সভাপতি হিসাবে নিযুক্ত হলেন সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য এবং ভরত কল। সাধারণ সম্পাদক পদে থাকবেন শান্তিলাল মুখোপাধ্যায় এবং যুগ্ম সম্পাদক পদে দিগন্ত বাগচীর পাশাপাশি অঙ্কুশ হাজরার নাম নতুন সংযোগ করা হয়েছে।

আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে, "অতিমারির কথা মাথায় রেখে প্যানেল ভোটিং-এর মাধ্যমে সমিতির পদ নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী সদস্যদের কাছে প্যানেলের প্রস্তাব চাওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনও প্যানেলের প্রস্তাব জমা না পড়ায় নির্বাচনী অধিকর্তা এই প্যানেলটিকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করেন।" এই প্যানেল ফোরামের সদস্য সোহন বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রস্তাবিত এবং দিগন্ত বাগচী দ্বারা সমর্থিত ।


Ice Cream | গরমে আইসক্রিম খেয়ে মুখে ঠান্ডা অনুভূত হলেও শরীর হচ্ছে উল্টে গরম! আইসক্রিম খাওয়া নিয়ে কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?
Monks | পাশ করা IIT-র মতো দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয় থেকে! লক্ষ টাকার চাকরি পেয়েও সব মোহো ত্যাগ করে আজ তারা সন্ন্যাসী!
Earth Day | 'অসুস্থ্য' জগতে এখনও সুস্থ্য যারা! চিনুন বিশ্ব ও ভারতের সবচেয়ে কম দূষিত শহরগুলিকে! কীভাবে দূষণমুক্ত রাখবেন আপনার শহরকে?
Charlie Chaplin | শৈশব থেকেই ছিল বুক চাপা কষ্ট! মাত্র আট বছর বয়সে যাত্রা দলে লিখিয়েছিলেন নাম! আজ তিনি 'অমর কমেডি কিং' চার্লি চ্যাপলিন!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
ওটিপি (OTP) সম্পর্কে বিস্তারিত তথ্য | Everything about OTP ( One Time Password ) in Bengali