WB BLO | কৃষ্ণনগরে মহিলা BLO-র অস্বাভাবিক মৃত্যু, সুইসাইড নোটে ফাঁস রহস্য!

Saturday, November 22 2025, 6:15 am
highlightKey Highlights

নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় এক বিএলও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন।


রাজ্যে ফের বিএলওর মৃত্যু। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন রিঙ্কু তরফদার (৫১)। শনিবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তিনি সুইসাইড নোটে লিখে রেখে গেছেন, “আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না। খুবই সাধারণ মানুষ। কিন্তু এই অমানুষিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি একজন পার্শ্বশিক্ষিকা। বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম। কিন্তু, এরা আমাকে ছাড় দিল না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File