কেবলমাত্র ১৮ জন কর্মী নিয়েই যাত্রা শুরু করতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন

Thursday, July 14 2022, 4:38 pm
highlightKey Highlights

যাত্রীদের সুবিধার্থে ভিড় কমাতে সদ্য উদ্বোধন হওয়া শিয়ালদহ মেট্রো স্টেশনে মোট ২৯টি টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখা হয়েছে।


বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে গেল শিয়ালদহ স্টেশনের দরজা। কিন্তু বর্তমানে সেখানে সব মিলিয়ে কর্মী সংখ্যা মাত্র ১৮ জন। অর্থাৎ স্টেশনের দরজা খোলা-বন্ধ করা, স্টেশন পরিচালনা, টিকিট কাউন্টার, প্যানেল সামলানো-সহ সম্পূর্ণ স্টেশনের দায়িত্ব ১৮ জন কর্মীর কাঁধেই ন্যস্ত রয়েছে।

এত কম সংখ্যক কর্মী নিয়ে কীভাবে স্টেশনের হাজারো ঝক্কি সামলানো সম্ভব? সেই নিয়ে উঠছে প্রশ্ন

ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড় ও স্টেশনের হাজারো ঝক্কি কী ভাবে সামলাবেন ওই গুটিকয় কর্মী? সম্ভাব্য অতিব্যস্ত স্টেশন সামলানোর গুরুদায়িত্বে রয়েছেন মাত্র ১৮ জন মেট্রোকর্মী। ভবিষ্যতে যাত্রীদের ভিড় উপচে পড়তে পারে, সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই শিয়ালদহ স্টেশনের উত্তর ও দক্ষিণ প্রান্ত মিলিয়ে মোট ২৯টি টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে। শহরতলির ট্রেন থেকে নেমে মেট্রোয় উঠতে চাওয়া যাত্রীদের বেশির ভাগই নতুন হবেন বলে অনুমান। তাই তাঁদের মেট্রোর ব্যবস্থার সঙ্গে সড়গড় করে তুলতে স্টেশনে পর্যাপ্ত কর্মীর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অনেকেই। সেখানে মাত্র ১৮ জনের পক্ষে কী করে সবটা সামলানো সম্ভব হবে, সেই প্রশ্ন উঠছে।

যদিও মেট্রো কর্তাদের ব্যাখ্যা, ভবিষ্যতে ভিড়ের কথা ভেবেই স্টেশন চত্বরে থাকছে ৫৩টি সিসি ক্যামেরা। এ ছাড়া রেল এবং অন্য স্টেশন থেকে বাড়তি কর্মীর ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। স্টেশন চত্বরে থাকছে ৪৫০ টন ক্ষমতাসম্পন্ন বাতানুকূল যন্ত্রও। এই প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিয়ালদহ স্টেশনে যাত্রীদের জন্য স্বয়ংক্রিয় টোকেন এবং ৫টি স্মার্ট কার্ড ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। ফলে টিকিট কাউন্টার কম খুললেও টিকিট কাটতে যাত্রীদের বেশি ভোগান্তি হবে না বলেই আশ্বস্ত করছেন মেট্রো আধিকারিকেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File