শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু রেড রোড পূজা কার্নিভালে, ২৫ দফায় গাইডলাইনে জারি পুলিশের কড়া নজরদারি

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই দুর্গাপ্রতিমার ভিড়ে সেজে উঠবে রেড রোড। ২ বছর প্রতিক্ষার পর পুনরায় তিলোত্তমা সেজে উঠেছে পুজো কার্নিভালে।


দূর্গাপূজা কর্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রেড রোড জু়ড়ে। ৯৫টি পুুজো কমিটি অংশ নেবে এবারের কার্নিভালে। তবে এই তালিকায় থাকছে না পার্থ চট্টোপাধ্যায়ের নাক তলা উদয়ন সংঘ, সুব্রত মুখোপাধ্যায়ের একডালিয়া এভারগ্রিন। কোন কোন পূজো কমিটি অংশগ্রহণ করছে এবারের কর্নিভালে? আসুন জেনে নেওয়া যাক

রেডরোডে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? জেনে নিন বিস্তারিত

মহাধুমধাম করে আয়োজন করা হচ্ছে এবছরের পুজো কার্নিভাল। করোনার কারণে সংক্রমণ থেকে রক্ষা পেতে শহরে গত ২ বছর যাবৎ বন্ধ রাখা হয়েছিল পুজো কার্নিভাল। তার উপরে এবারের উপরি পাওয়া ইউনেস্কোর হেরিটেজ সম্মান। এবারের পুজো কার্নিভালে উপস্থিত থাকবেন পুজো ইউনেস্কোর প্রতিনিধিরা। সেকারণে এবার পুজো কার্নিভালকে কেন্দ্র করে একটু বাড়তি আয়োজন করা হয়েছে। বাড়তি নজরদারির দিকেও আরও বেশি সচেতন পুলিশ। ৯৫টি পুজো কমিটি অংশ নিচ্ছে এবারের কার্নিভালে। কর্নিভালের জন্য প্রায় ২০হাজার আমন্ত্রণ পত্র বিলি করা হয়েছে।

Trending Updates

পুজো কার্নিভালের নিরাপত্তার দায়িত্বে থাকছেন কয়েক হাজার পুলিশকর্মী। থাকবে সাদা পোশাকের পুলিশও। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকছে ব়্যাফ সহ কলকাতা পুলিশের বিশেষে টিম। কলকাতা পুলিশের আওতায় থাকা ৮১টি পুজো কমিটি এবার অংশ নিচ্ছে পুজো কার্নিভালে। এছাড়া রাজ্য পুলিশের আওতায় থাকা ২৫টি পুজো কমিটি অংশ নিচ্ছে। এদিন নজরদারি চালানো হবে ড্রোনের মাধ্যমে ও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File