আবহাওয়া দফতর

কাল থেকে টানা ঝড়জলের সম্ভাবনা রয়েছে, রাজ্যের ৩ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস

কাল থেকে টানা ঝড়জলের সম্ভাবনা রয়েছে, রাজ্যের ৩ জেলায় 
রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস
Key Highlights

রাজ্যে আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে। বজ্রবিদ্যৎ-সহ বৃষ্টিও হতে পারে। বাংলার কম-বেশি সব জেলাই ভিজবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পারে। টানা ঝড়বৃষ্টি চলবে কয়েকদিন।

চলতি মরশুমে রাজ্যে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর হতে পারে, কী বলছে আবহাওয়া দফতর

আলিপুর আবহওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় এবং বৃষ্টি হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে। সেখানে আগামী কয়েকদিন পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। সেখানকার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছ। আজ, বিকেল অথবা সন্ধের পর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ, বিকেল অথবা সন্ধের পর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।


Ethiopia Volcano | ১০,০০০ বছর পর ইথিওপিয়ায় জাগল আগ্নেয়গিরি! আমেদাবাদে জরুরি অবতরণ করলো ইন্ডিগোর বিমান!
SSC | ভুল তথ‍্য দিয়ে চাকরি বাগানোর চেষ্টা! SSC-তে বাতিল ১৫০ জনের আবেদনপত্র!
Tejas Crash | দুবাইয়ে এয়ার শোতে তেজস ভেঙে পড়ে শহীদ! নমনশকে শেষ শ্রদ্ধা উইং কমান্ডার স্ত্রীর
Ind vs SA | চোটের জন্যে নেই গিল-শ্রেয়স, ব্রাত্য সিরাজ-বুমরাহও! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন কারা কারা?
Sealdah Flyover | শিয়ালদহ উড়ালপুলের মেরামতি হবে, বসানো হবে স্টিল প্লেট, দোকানগুলো সরবে কোথায়?
PM Modi | G20 সম্মেলনে ছয় দফা প্রস্তাব পেশ প্রধানমন্ত্রী মোদির, শিক্ষা থেকে স্বাস্থ্য-হবে সার্বিক উন্নয়ন
Breaking News | ইথিওপিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ঘুরিয়ে দেওয়া হলো ইন্ডিগোর ফ্লাইট!