রাজ্য

WB NCC: রাজ্যগুলি বরাদ্দ না দেওয়ায় ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি নতুন ক্যাডেট নিয়োগ বন্ধ!

WB NCC: রাজ্যগুলি বরাদ্দ না দেওয়ায় ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি নতুন ক্যাডেট নিয়োগ বন্ধ!
Key Highlights

NCC হল জাতীয় স্তরে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা সারা ভারতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে দেশপ্রেমের সেবায় নিবেদিত শিক্ষার্থীদের নিয়োগ করে, সেইসাথে NCC ছোট কুচকাওয়াজ এবং অস্ত্র। মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রদান করে।

ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি নতুন ক্যাডেট নিয়োগ বন্ধ করে দিয়েছে কারণ রাজ্য বরাদ্দ দিচ্ছে না। আর্থিক সমস্যার কারণে বর্তমান ক্যাডেটদের প্রশিক্ষণ বন্ধ রাখতে হয়েছে। বাংলা ও সিকিমের এনসিসির দায়িত্বে থাকা এডিজি এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দিয়েছেন। চিঠিতে দাবি করা হয়েছে যে রাজ্যের অর্থসচিব এবং NCC-এর মহাপরিচালকও এই বিষয়ে আগেই জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই অভিযোগের ভিত্তিতে রাজ্যে রাজনৈতিক চাপ শুরু হয়েছে।

বিরোধীদের দাবি, মেলার সময় রাজ্যের ঘটি খালি থাকায় রাজ্য এনসিসির বরাদ্দ বন্ধ করে দিয়েছে। এনসিসি এবং বিরোধীদের অভিযোগের জবাবে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন যে এনসিসি খরচের হিসাব করলেই রাজ্য দেবে। যদিও NCC এই হিসাব রাজ্যকে দিতে বাধ্য কিনা তা স্পষ্ট নয়।

সাধারণত, কেন্দ্র NCC বা ভারতীয় সেনাবাহিনীর যুব শাখার জন্য প্রয়োজনীয় তহবিলের 75 শতাংশ প্রদান করে। রাজ্য দেয় 25 শতাংশ। কিন্তু এনসিসির এডিজি চিঠিতে অভিযোগ করেছেন যে বরাদ্দ কেটেছে রাজ্য। এনসিসির বকেয়া টাকা দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। রাজ্যের অর্থসচিব সহ একাধিক আধিকারিক ও দপ্তরের কাছে আবেদন করার পরেও সমস্যার সমাধান হয়নি। বরাদ্দকৃত অর্থ না মেলায় সমস্যায় পড়েছে এনসিসি।

চিঠিতে বলা হয়েছে, রাজ্যের বরাদ্দ না মিললে এনসিসিতে নতুন ক্যাডেট নেওয়া হবে না। আবার বর্তমান ক্যাডেটদের প্রশিক্ষণেও সমস্যা হবে। বিওসি সার্টিফিকেটের পরীক্ষায় ৪১ হাজার ক্যাডেট আটকে গেছে বলে জানা গেছে। সমস্ত সমস্যার কথা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দিয়েছে এনসিসি। প্রায় ৫ কোটি টাকা বকেয়া রয়েছে বলে দাবি তাদের। ধাপে ধাপে টাকা চাইলেও পাননি।