রাজ্য

বড় সিদ্ধান্ত নিল রাজ্য! নয়া নিয়ম জারি করা হল সরকারি হাসপাতালের জরুরি বিভাগে

বড় সিদ্ধান্ত নিল রাজ্য! নয়া নিয়ম জারি করা হল সরকারি হাসপাতালের জরুরি বিভাগে
Key Highlights

সঙ্গত কারণ ছাড়াই কিছু সরকারি হাসপাতালের রোগী রেফার করার প্রবণতা আটকাতে নতুন সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। জেনে নেওয়া যাক কী সেই নতুন নিয়ম

রাজ্য সরকার সমস্ত সরকারি হাসপাতালে এমারজেন্সি ওয়ার্ডে ‘ই-প্রেসক্রিপশন’ বাধ্যতামূলক করছে। স্বাস্থ্য দফতরের পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই সমস্ত প্রেসক্রিপশনের উপর চালানো হবে নজরদারি।

কীভাবে নজরদারি চালাবে কেন্দ্রীয় সরকার? 

প্রতি হাসপাতালে ডেপুটি সুপার পদমর্যাদার একজন আধিকারিক রেফার সংক্রান্ত প্রতিটি মামলা এবং সেই সংক্রান্ত প্রেসক্রিপশন পর্যালোচনা করে দেখার পর কেন্দ্রীয় পোর্টালে আপলোড করবেন। কেন্দ্রীয়ভাবেও তার নিয়মিত পর্যালোচনা করে দেখা হবে। কোন কোন কারণে এবং কী পদ্ধতিতে হাসপাতাল থেকে রোগীকে রেফার করা যাবে।

স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই সে সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা জারি করে সমস্ত জেলার স্বাস্থ্য অধিকর্তাদের কাছে পাঠিয়েছে। ওই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হাসপাতালগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে।