Aliah University: উপচার্যের কাছে নিগ্রহের ঘটনার রিপোর্ট তলব রাজ্য সরকারের

Tuesday, April 5 2022, 12:35 pm
highlightKey Highlights

উপাচার্যের অভিযোগ, গিয়াসউদ্দিনদের আলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হলেও তাঁরা জোর করে ঢুকেছিলেন।


পুরো ৭২ ঘন্টা পরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ঘটনার রিপোর্ট তলব করল রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সংখ্যালঘু দফতরের তরফে উপচার্য মহম্মদ আলিকে চিঠি লিখে ঘটনা সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে। শনিবার রাতে উপাচার্য নিগ্রহের ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তার তিন দিন পর অবশেষে ঘটনার রিপোর্ট তলব করল রাজ্য সরকার।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য 
আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য 

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, গত সপ্তাহে পাঁচ পড়ুয়ার পিএইচডি-তে সুযোগ পাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। তৃণমূলের ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল জনা পনেরো সঙ্গী নিয়ে সে দিন বোর্ড রুমের বাইরে উপাচার্য মহম্মদ আলিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। যদিও তৃণমূলের দাবি, ওই ছাত্রের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

ওই গালে দুটো চড়িয়ে দেব। আমার চড়ে প্রচুর লাগে। যে ক’টা তোর ছেলে আছে জিজ্ঞেস করে নিবি।

গিয়াউদ্দিন উপাচার্যকে বলেছেন




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File