হাজির জিতু-সায়নী, অপরাজিত দেখার পাশাপাশি ‘উপরি’ পেয়ে উল্লসিত পড়ুয়ারা

Thursday, May 26 2022, 5:29 pm
highlightKey Highlights

সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ জানিয়ে তৈরি 'অপরাজিত' ছবিটিতে সত্যজিতের ভূমিকায় অনবদ্য জিতু কমল। অসাধারণ অভিনয়ের দ্বারা জাত চিনিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষও।


'অপরাজিত' ছবিটি পড়ুয়াদের দেখানোর কথা ছিল। তার ফলে প্রেক্ষাগৃহে তিল ধারণের জায়গা পর্যন্ত অবশিষ্ট ছিল না। কিন্তু ছবির পাশাপাশি যে সেই ছবির তারকাদেরও চোখের সামনে দেখা যাবে তা ভাবতে পারেননি কেউ। মঙ্গলবার সন্ধ্যায় ইআইআইএলএম কলকাতার পড়ুয়ারা অপরাজিতর বিশেষ স্ক্রিনিং দেখলেন এবং ছবির তারকাদের সঙ্গে সাক্ষাৎ ও করলেন।  

সাম্প্রতিক বাংলা ছবির মানচিত্রে ইতিমধ্যেই ছাপ রেখে ফেলেছে অনীক দত্তের অপরাজিত ছবিটি। সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ হিসেবে অনীক তৈরি করেছেন এই ছবিটি। তাতে সত্যজিতের ভূমিকায় অনবদ্য জিতু কমল। জাত চিনিয়েছেন অধুনা রাজনীতিতে হাত পাকানো সায়নী ঘোষও।

মঙ্গলবার সন্ধ্যায় ইআইআইএলএম কলকাতার পড়ুয়াদের জন্য দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছিল। সেখানে ছবির তারকা জিতু ও সায়নীর সঙ্গেই অপরাজিত দেখলেন প়ডুয়ারা। তারকাদের সঙ্গে মোলাকাতের পর স্বভাবতই উচ্ছ্বসিত পড়ুয়ারা।

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File