HS Exam: উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বড়সড় রদবদল

Friday, September 30 2022, 10:49 am
highlightKey Highlights

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বড়সড় রদবদল । পরীক্ষা শেষে দুই ধরনের উত্তরপত্র জুড়ে জমা দিতে হত। এ বার আর সেই ভাগ থাকছে না।


পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগে প্রশ্নপত্রের ‘পার্ট-এ’ (Part A)-তে থাকা প্রশ্নের উত্তর লেখার জন্য আলাদা খাতা দেওয়া হত। ছাত্রছাত্রীদের তাতে উত্তর লিখতে হত। আর ‘পার্ট-বি’ (Part B)তে থাকত সংক্ষিপ্ত উত্তরের (Objectivity) প্রশ্ন। সেখানে প্রশ্নপত্রের মধ্যেই উত্তর করতে হত। তার পর দুটি উত্তরপত্র একসঙ্গে জুড়ে জমা দিতে হত। 

এবার থেকে এই ব্যবস্থা আর থাকছে না। একটাই প্রশ্নপত্রে ‘অবজেক্টিভ’ এবং ‘সাবজেক্টিভ’ সমস্ত প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তরই আলাদা ভাবে দেওয়া খাতায় লিখতে হবে ছাত্রছাত্রীদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ছাত্রছাত্রী, শিক্ষক ও পরীক্ষকদের মতামত এবং পরামর্শকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, পরীক্ষকের উদ্দেশে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবং উত্তরপত্রে পরিবর্তনের বিষয়টি। নতুন নির্দেশিকা নিয়ে শিক্ষা মহলের বড় অংশই খুশি। 

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File