WB Recruitment: রাজ্য পুলিশ অফিসারদের জন্য সুখবর! নতুন নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlights
রাজ্যে নতুন করে ২০০ জন পুলিশ নিযুক্ত হবেন এবং পাশাপাশি মিলবে আরও অনেক সুযোগ-সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
জনগণের চোখে এক সম্মানীয় পদ তথা রাজ্য প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ পুলিশের উন্নতিতে বেশ কয়েকটি নয়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেসব সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধা মিলবে এবার থেকে।
একঝলকে দেখে নিন, এবার থেকে পুলিশের জন্য কী কী সুবিধা মিলবে –
- ৬ জন ডিএসপি (ডেপুটি পুলিশ সুপার) পদোন্নতি হয়ে এএসপি (অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার) পদে উন্নীত হলেন।
- নতুন করে ২০০ জন WBPS, WBCS নিয়োগ করা হবে
- কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে
- এবার থেকে এএসপি ও এসডিপিও-রা পাবেন বিশেষ ভাতা। ASP-দের জন্য মাসে ২৫০০ টাকা ও SDPO-দের জন্য মাসে ২০০০ টাকা ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
- ৪০ ঊর্ধ্ব পুলিশ অফিসারদের স্বাস্থ্যপরীক্ষা হবে বিনামূল্যে
রাজ্যের পুলিশ অফিসার অর্থাৎ WBPS-দের IPS পদে উন্নীত করতে আগ্রহী রাজ্য সরকার। তবে তার জন্য কেন্দ্রীয় অনুমোদন প্রয়োজন। সেই কারণে গত ২০১৯ সাল থেকে তিনবার কেন্দ্রের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। অনুমোদন মিললেই প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
- Related topics -
- রাজ্য পুলিশ
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- কর্মী নিয়োগ
- কর্মসংস্থান
- মমতা ব্যানার্জী
- মুখ্যমন্ত্রী
- রাজ্য