West Bengal Budget Live Update | রাজ্যে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা!
বৃহস্পতিবার বিধানসভায় দুপুর তিনটে নাগাদ রাজ্য বাজেট পেশ করা শুরু করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট রাজ্যের।
রাজ্যে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা!
বাজেটে পেশ করার সময় পশ্চিমবঙ্গে চারটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ঘোষণা করল রাজ্য সরকার।
পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে!
যে সমস্ত পরিযায়ী শ্রমিক ‘কর্মসাথী পরিযায়ী শ্রমিক’ পোর্টালে নথিভুক্ত, তাঁদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। এই খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ। উপকৃত হবে ২৮ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক।
‘তরুণের স্বপ্নে’র প্রকল্প নিয়ে ঘোষণা!
দ্বাদশের বদলে একাদশ শ্রেণি থেকে ‘তরুণের স্বপ্নে’র প্রকল্পের অন্তর্ভুক্ত পড়ুয়ারা। অর্থাৎ মাধ্যমিকের পরই হাতে ‘ট্যাবলেট’ পাবে সরকারি স্কুলের পড়ুয়ারা।
গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি!
চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে ৩ হাজার ও সাড়ে ৩ হাজার টাকা করে বাড়বে বলে জানালো রাজ্য। ৪০ হাজার কর্মী উপকৃত হবে। ২৮৮ কোটি টাকা বরাদ্দ। সরকারের আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হল।
কারিগর ও তাঁতিদের জন্য বিশেষ প্রকল্প!
কারিগর ও তাঁতিদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা। ১৮ থেকে ৬০ বছরের নথিভুক্ত কারিগর বা তাঁতিদের দুর্ঘটনায় মৃত্যু হলে সেই পরিবারের নির্ভরশীল সদস্যরা এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে।
‘গঙ্গাসাগর সেতু’ নির্মাণের সিদ্ধান্ত!
দক্ষিণ ২৪ পরগনায় মুড়িগঙ্গা নদীর উপর ১২০০ কোটি টাকা ব্যয়ে ‘গঙ্গাসাগর সেতু’ নির্মাণের সিদ্ধান্ত। এর জন্য এই বাজেটে ২০০ কোটি বরাদ্দ করা হল। আগামী তিন বছরে এই সেতু নির্মাণ করবে রাজ্য সরকার।
লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রাজ্যের!
যুবক-যুবতীদের কর্ম সংস্থানের জন্য বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা গুলোতে সমস্ত খালিপদ পূরণ করার জন্য ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি বাংলায় বেকারত্বের হার দেশের তুলনায় ৩ শতাংশ কম। বাজেট পেশের সময় জানালেন চন্দ্রিমা।
আবাস যোজনার টাকা নিয়ে রাজ্য বিবেচনা করবে!
আবাস যোজনার টাকার জন্য আরও এক মাস অপেক্ষা করব। তার পরও কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্য সরকার এই বিষয়টি বিবেচনা করবে বলে বাজেট ঘোষণায় বললেন চন্দ্রিমা। তাঁর দাবি, তৃণমূল সরকার ক্ষমতায় আসার কয়েক বছর আগে, ৫৭.৬০ শতাংশ রাজ্যবাসী দারিদ্রসীমার নীচে ছিলেন। তৃণমূল সরকার আসার পর ২ কোটির বেশি মানুষের জীবিকা সংস্থান হয়েছে। ফলে দারিদ্রসীমার নীচের মানুষের সংখ্যা কমে ৮.৬০ শতাংশ হয়েছে বলে জানালেন অর্থ দফতরের প্রতিমন্ত্রী।
মাধ্যমিক পাশের পরেই স্মার্টফোন!
বাজেটে রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা তৃণমূল সরকারের। মাধ্যমিক পাশের পরে ছাত্র-ছাত্রীরা স্কুলে ভর্তি হলেই স্মার্টফোন পাবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা।
মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প- ‘সমুদ্র সাথি’!
মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প- ‘সমুদ্র সাথি’র পরিকল্পনা রাজ্যের। প্রতি বছর এপ্রিল-মে মাসে তিন জেলার সরকারি খাতায় নথিভুক্ত মৎস্যজীবীরা মাসিক ৫ হাজার টাকা করে পাবে। এই খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করল।
বাড়ল সিভিক ভলান্টিয়ারদের ভাতা!
বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল ১০০০ টাকা। এর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি, এখন থেকে ২০ শতাংশ সিভিক ভলান্টিয়ার পুলিশে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলেও ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
কর্মশ্রী প্রকল্পের ঘোষণা!
বাজেটে নতুন কর্মশ্রী প্রকল্পে ৫০ দিন করে কাজ দেওয়ার ঘোষণা করল রাজ্য। ১০০ দিনের প্রকল্পের পাল্টা এই প্রকল্পের ঘোষণা করা হল।
আবার বৃদ্ধি করা হল ডিএ!
রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হল। এই নিয়ে একই বছরে দু’বার ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা জানান, আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। বৃহস্পতিবারের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ১৪ শতাংশ। অর্থাৎ, এখনও ডিএ-র ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য ফারাক থাকছে ৩২ শতাংশ।
‘পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড’ চালু!
‘পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড’ চালু হচ্ছে। বার্ষিক ২৫০ কোটি টাকা বরাদ্দ করল। ১৮-৫০ বছর বছরের ২ লক্ষ যুবক-যুবতী স্বনিযুক্তিমূলক কাজের জন্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সর্বাধিক ৫ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাঙ্ক মারফত পাবে। ৪ শতাংশ সুদে ১০০ শতাংশ নিশ্চিত ঋণ পাবে।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা!
বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করল রাজ্য। বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। সাধারণ মহিলাদের ১০০০ টাকা করে ও তফসিলি জাতি-জনজাতিভুক্তদের ১২০০ টাকা করে দেওয়া হবে।
- Related topics -
- রাজ্য
- বাজেট
- বিধানসভা ভবন
- তৃণমূল কংগ্রেস
- বিজেপি
- অর্থনীতি
- অর্থনৈতিক
Contents ( Show )
- রাজ্যে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা!
- পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে!
- ‘তরুণের স্বপ্নে’র প্রকল্প নিয়ে ঘোষণা!
- গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি!
- কারিগর ও তাঁতিদের জন্য বিশেষ প্রকল্প!
- ‘গঙ্গাসাগর সেতু’ নির্মাণের সিদ্ধান্ত!
- লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রাজ্যের!
- আবাস যোজনার টাকা নিয়ে রাজ্য বিবেচনা করবে!
- মাধ্যমিক পাশের পরেই স্মার্টফোন!
- মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প- ‘সমুদ্র সাথি’!
- বাড়ল সিভিক ভলান্টিয়ারদের ভাতা!
- কর্মশ্রী প্রকল্পের ঘোষণা!
- আবার বৃদ্ধি করা হল ডিএ!
- ‘পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড’ চালু!
- লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা!
- পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File