শহিদ দিবস

২১শে জুলাই সভা শুরুর আগেই তার প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা

২১শে জুলাই সভা শুরুর আগেই তার প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা
Key Highlights

ধর্মতলার সভাস্থল পরিদর্শনে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের চারপাশ ঘুরে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বললেন তিনি।

রাত পোহালেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূলের ‘শহিদ দিবস’। তার আগে বুধবার ধর্মতলায় ২১ জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে এসেছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও সভার আয়োজন খতিয়ে দেখতে সেখানে আগে থেকেই হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অন্য শীর্ষনেতারা।

‘মহা সমাবেশ’-এর প্রস্তুতি কতদূর? ব্যবস্থাপনার খুঁটিনাটি সম্পর্কে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২১ জুলাইয়ের সমাবেশের আগের দিন সন্ধ্যায় সভাস্থল পরিদর্শন করে থাকেন তৃণমূলনেত্রী। এ বারও তার অন্যথা হলোনা, নিয়ম মেনে বুধবার বিকাল সাড়ে ৫টা নাগাদ ২১ জুলাইয়ের মঞ্চের সামনে আসেন তিনি। তবে মূল মঞ্চের উপরে বা ব্যাকস্টেজে যাননি তিনি। বেন্টিঙ্ক স্ট্রিটের রাস্তায় চেয়ার পেতে অরূপ, ফিরহাদ, সুদীপদের সঙ্গে বসে কথা বলেন মুখ্যমন্ত্রী। 

এদিন মুখ্যমন্ত্রী বললেন, ‘‘সকলকে বলব, শান্ত ভাবে, সুন্দর ভাবে, শৃঙ্খলা রেখে মিছিল করে আসতে। তার পর মিটিং শেষে আবার শান্ত ভাবে বাড়ি ফিরে যেতে। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় জোরে চালাবেন না। কোনও জেলায় কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে কথা বলে সমাধান করবেন।’’

মুখ্যমন্ত্রী আরও বললেন, ‘‘জায়গাটা তো বদলাতে পারব না। কারণ, ঘটনাটা এখানেই ঘটেছিল। আমি সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু ভিড় হবে। আপনারা একটু কষ্ট সহ্য করে নেবেন একটা দিন। আমরা গত দু’বছর কোভি়ডের জন্য সমাবেশ করতে পারিনি। এ বছর করছি। আপনাদের কোনো অসুবিধা হলে তার জন্য ক্ষমাপ্রার্থী।’’


Sudha Murthy | জাতিগত সমীক্ষায় 'না' সাংসদ শিক্ষাবিদ সুধা মূর্তির, কী বলছে কর্নাটক হাইকোর্ট?
Gujarat | আচমকা ইস্তফা মুখ্যমন্ত্রী বাদে গোটা মন্ত্রিসভার! মোদী-ভূমি গুজরাটে তবে কি পালাবদল?
Supreme Court | ফাঁসির বদলে দেওয়া হোক প্রাণঘাতী ইঞ্জেকশন! আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
International Space Station | 'স্পেস স্টেশন' ধ্বংস করে প্রশান্ত মহাসাগরে ফেলে দেবে NASA! মহাকাশে তৈরী হবে 'নতুন শহর'!
Weather Update | বিদায় বর্ষার? হালকা শীতের আমেজ রাজ্যজুড়ে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Artificial Intelligence | এবার ক্লাস 'থ্রি' থেকেই দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI-র) পাঠ, উদ্যোগী শিক্ষামন্ত্রক
Breaking News | ফের কপিল শর্মার কানাডার ক্যাফেতে চললো গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের!