আবহাওয়ামরশুমের সবচেয়ে শীতলতম দিন! কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
ডিসেম্বরের শেষে শীতের দাপট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। জেলাতেও নেমেছে পারদ। একাধিক জেলায় তাপমাত্রা ১০-এর নিচে। উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ। তার জেরেই রাজ্যে নামতে শুরু করেছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।একধাক্কায় নামে ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, আগামী ২ দিন জাঁকিয়ে ঠান্ডা থাকবে। কোনও কোনও জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচেও নামতে পার। পূর্বাভাসকে সঠিক প্রমাণ করে শনিবারের তুলনায় এদিন তাপমাত্রা আরও কমলো।