দীপাবলির আগেই অশনি সংকেত! সম্ভাব্য 'ঘূর্ণিঝড় সিতরাং' বাঁক নিয়ে বাংলার দিকে প্রবেশ করছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর

Thursday, October 20 2022, 11:11 am
highlightKey Highlights

আমরা অনেকেই সাগরে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ-ঘূর্ণিঝড়ের সাথে পরিচিত। বর্তমানে আরও এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে বাংলায়। জানুন এবিষয়ে কী বলছে আবহাওয়া দফতর।


দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ২৩শে অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং তারপরের দিন অর্থাৎ ২৪শে অক্টোবর নাগাদ এই নিম্নচাপ তার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর মধ্যে আগামী ২৪শে অক্টোবর রয়েছে আলোর উৎসব অর্থাৎ দীপাবলি। কালি পূজো ঘিরে উৎসবে মেতে থাকবে দেশবাসী আর এসবের মধ্যেই আলোর উৎসবের দিন অথবা তার পরেরদিন উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে, জেনে নিন কোন দিকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত জেলাগুলিতেও তাপমাত্রা পরিবর্তনেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

Trending Updates

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত থেকে ইতিমধ্যেই দক্ষিণ আন্গামান সাগর এবং সন্নিগিত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছএ। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। ২৩ অক্টোবর শনিবার নাগাদ মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি করতে পারে ২৪ অক্টোবর নাগাদ। এরপর তা উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর নাগাদ ওড়িশা উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে যেতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File