শীত যেতে না যেতেই দাপট শুরু গ্রীষ্মের, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি
Monday, March 1 2021, 5:36 am
Key Highlightsউত্তরবঙ্গে যেখানে এখনও শীতের আমেজ অনুভূত হচ্ছে, সেখানে কলকাতায় শীত যেতে না যেতেই গ্রীষ্মের দাপট শুরু হয়ে গেছে। যত দুপুর হচ্ছে, তত তাপমাত্রাও বাড়ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্ছ তাপমাত্রা হল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আদ্রতা রয়েছে প্রায় ৯৫ শতাংশ। দারুন প্যাচ প্য়াচে গরম সকল থেকে অনুভূত হলেও বৃষ্টির কোনও সম্ভবনা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে।
-  Related topics - 
 - আবহাওয়া
 - গ্রীষ্মকাল
 - রাজ্য
 

 