প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, এ বছরের পাশের হার কেমন হল জেনে নেওয়া যাক
উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২২-এর ৪৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। আজ, সকাল ১১টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২২-এর ৪৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। আজ, সকাল ১১টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। প্রকাশিত হয় প্রথম ১০ জনের মেধাতালিকা। কোভিড পরিস্থিতির পর ২০২২-এ অফলাইনে হোমসেন্টারে পরীক্ষা নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে আগামী ২০শে জুন।
জেনে নিন এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম পাঁচজন ছাত্রীদের মধ্যে কারা আছেন
২০২২এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২৭২ জন প্রথম ১০ জনে রয়েছেন। প্রথম স্থান অধিকার করেন কোচবিহার দিনহাটা সোনিনিদেবী জৈন স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। একমাত্র তিনিই প্রথম স্থানাধিকার করে নেন।
দ্বিতীয় স্থানে আছেন পশ্চিম মেদিনীপুরের ছাত্র সায়নদীপ সামন্ত, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয়স্থানে পাঠভবনের ছাত্র রোহিন সেন, তাঁকে ছাড়া আরও ৩ জন তৃতীয় স্থান অধিকার করেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৭ তৃতীয় স্থানে কোনও ছাত্রী নেই।
চতুর্থ স্থানে আছেন ৮ জন। এঁদের মধ্যে একজন বাঁকুড়ার অর্পিতা মণ্ডল, দিনহাটা সোনি দেবীর ছাত্রী অনুষ্কা ভট্টাচার্য, আরামবাগের তিতলি ব্যানার্জি। তাঁদের প্রত্যেকের নম্বর ৪৯৫।
পঞ্চম স্থানে আছেন ১১ জন। তাঁদের প্রত্যেকে নম্বর ৪৯৪। এঁদের মধ্যে ছাত্রীরা রয়েছেন- সুন্দরবনের সায়ন্তিকা ভুইঁয়া, দক্ষিণ ২৪ পরগনার সানা দাস, বাঁকুড়ার কোয়েল চক্রবর্তী।
এছাড়াও, ষষ্ঠ স্থানে মোট রয়েছেন ৩২ জন। উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯২। অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন, প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে রয়েছেন ৫৪ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। দশম স্থানে রয়েছেন ৬৯ জন, প্রাপ্ত নম্বর ৪৮৯।
- Related topics -
- শিক্ষা
- উচ্চমাধ্যমিক
- উচ্চমাধ্যমিক রেজাল্ট