প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট, প্রথম দশে রয়েছে ১১৪ জন পড়ুয়া
ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। মাধ্যমিক পরীক্ষার ৭৮দিন পর রেজাল্ট প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। ফলাফল কেমন হয়েছে জেনে নেওয়া যাক
এবছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানে রয়েছে দুই পড়ুয়া। যুগ্ম ভাবে প্রথম হয়েছে বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। অর্ণব এবং রৌনক, দু'জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। পরীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছে কৌশিকী সরকার এবং রৌনক মণ্ডল নামের আরও দুই ছাত্র। পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী অনন্যা দাশগুপ্ত।
এ বার মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া. ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। এ বছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ।
এ বারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এ বারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হচ্ছে ১৫ দিন।
- Related topics -
- শিক্ষা
- মধ্যশিক্ষা পর্ষদ
- মাধ্যমিক
- ফলপ্রকাশ
- রাজ্য