রাজ্যজনসভা বাতিল হলেও ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে যাবার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
একদিকে যত দিন যাচ্ছে ততই করোনা আরও ভয়াবহ আকার ধারণ করছে; অন্যদিকে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। নির্বাচনের এখনও বাকি আছে ২ দফা ভোট। তাই জোর কদমে চলছিল নির্বাচনী প্রচারও। কিন্তু গতকাল নির্বাচন কমিশন থেকে সমস্ত রাজনৈতিক দলগুলিকে করোনা পরিস্থিতির জন্য চিঠি পাঠানো হয়েছে। সেই অনুযায়ী, রাজ্যে সমস্ত নির্বাচনী প্রচার জনসভা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তিনি ভার্চুয়ালি পৌঁছে যাবেন সকলের কাছে এবং তার সময়সূচি খুব শীঘ্র জানানো হবে। তিনি নিজেই একথা টুইট করে জানিয়েছেন।