Volodymyr Zelenskyy । 'বন্ধু' মোদির ডাকে চলতি বছরের শেষে প্রথমবার ভারতে আসতে পারেন জেলেনস্কি
Monday, September 9 2024, 1:33 pm
Key Highlightsএবার সেই 'বন্ধু'র ডাকেই চলতি বছরের শেষে প্রথমবার ভারতে আসতে পারেন জেলেনস্কি!
আড়াই বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। প্রথম থেকেই বিশ্ব শান্তির বার্তা দিয়ে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত আগস্ট মাসেই শান্তির বার্তা নিয়ে ইউক্রেনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই 'বন্ধু'র ডাকেই চলতি বছরের শেষে প্রথমবার ভারতে আসতে পারেন জেলেনস্কি! শুধু তাই নয়, দুই রাষ্ট্রনেতা বিশ্ব শান্তির জন্য নানা আলোচনাও হতে পারে। বিশ্লেষকদের মতে, মোদির পরামর্শে যদি আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়া তাহলে তা বিরাট কুটনৈতিক জয় হবে।

